adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইডেনে টেস্ট খেলতে ‘চাচ্ছে না’ বাংলাদেশ

36_108494স্পাের্টস ডেস্ক : ভারতের মাটিতে টেস্ট খেলার কথা চলছে বাংলাদেশের। বাংলাদেশ আগে ইডেনে খেলতে চেয়েছিল। কিন্তু বৃষ্টি ওই সময় বাগড়া দিতে পারে। তাই বিসিবি চাইছে অন্য কোথাও খেলতে। এমন সংবাদ প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম।

এবার ষোলো বছর পর দ্বি-পাক্ষিক চুক্তিতে ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে যাবে বাংলাদেশ দল। সব কিছু ঠিক ঠাক থাকলে চলতি বছর আগস্টের শেষ সপ্তাহে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার কথা বাংলাদেশ দলের।

বাংলাদেশের টেস্ট মর্যাদায় আইসিসি’র সাবেক সভাপতি প্রয়াত জগমোহন ডালমিয়ার অবদানকে মাথায় রেখে একমাত্র টেস্টটি ইডেনে আয়োজন করতে বিসিসিআই-কে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। তবে এবার সেই অবস্থান থেকে সরে দাঁড়াচ্ছে বিসিবি।

আগস্ট জুড়ে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস আছে বলে বিকল্প ভেন্যুতে টেস্টটি আয়োজনে ভারতীয় বোর্ডকে সম্প্রতি অনুরোধ করেছে বিসিবি।

প্রস্তাবটি নাকি বিসিসিআইকেও দেওয়া হয়েছে। বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর বিসিবি’র এই প্রস্তাব গুরুত্ব সহকারে দেখছেন বলে জানিয়ে বিসিবি সিইও বলেন, ‘সাধারণত হোম বোর্ডই ভেন্যু ঠিক করে থাকে। তাই ভেন্যু নির্ধারণের ব্যাপারটি বিসিসিআইর উপরই ছেড়ে দিয়েছি। এ ব্যাপারে বিসিসিআইয়ের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তারাও গুরুত্ব দিয়ে ভেবে দেখবেন বলে জানিয়েছেন।’

বেঙ্গলুরুতে ভারতের বিপক্ষে যেখানে হাড্ডাহাড্ডি লড়ে হেরেছে বাংলাদেশ দল, সেখানে ইডেনে হয়েছে ছন্দপতন। পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে দল। এই ভেন্যুতে তেমন সুখময় অতীত নেই বাংলাদেশ ক্রিকেট দলের। বিকল্প ভেন্যুর প্রস্তাবের পেছনে এটাও একটা কারণ হতে পারে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া