adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গতানুগতিক শিক্ষায় প্রজন্মের উন্নতি হবে না

image_73739_0ঢাকা: শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় নতুন প্রজন্মকে উন্নত করা যাবে না। এর জন্য প্রয়োজন মৌলিক বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নৈতিক মূল্যবোধের জাগরণ। আর নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে শিক্ষকদেরই বড় ভূমিকা রাখতে হবে।’

রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে বুধবার দুপুরে বিসিএস শিক্ষা ক্যাডারদের ১৩৯তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে আজও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে। তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেয়া হচ্ছে। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি এসব কাজ করছে। তারা দেশকে পরাধীন রাখতে চেয়েছিল কিন্তু না পেরে আজও তারা বোমা মেরে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। এ পর্যন্ত ৫২৫টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশে দুই পক্ষ নেই। পক্ষ একটাই, তা হলো মুক্তিযুদ্ধের পক্ষ। এতো নিয়ম মেনে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি, তারপরও বলা হয় এই কাদের মোল্লা আসল কাদের মোল্লা না। পাকিস্তানিরা কাদের মোল্লার পক্ষে অবস্থান নিয়ে নিজেরাই সাক্ষী দিয়েছে এই একাত্তরে হত্যাযজ্ঞ চালিয়েছে।’

নায়েমের মহাপরিচালক এএস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, নায়েমের সাবেক মহাপরিচালক শেখ একরামুল হক, কোর্স উপদেষ্টা ও নায়েমের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল মান্নান, কোর্স পরিচালক ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ অধ্যাপক মাহফুজা শাহনাজ, নায়েমের পরিচালক নীলুফার বেগম নীলু।

উল্লেখ্য, চার মাসব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে দুটি গ্রুপে ১৭৩ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া