adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডনে বাংলাদেশি শিক্ষার্থীরা পুরস্কৃত

LONDONডেস্ক রিপাের্ট : যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মেধাবী শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান করেছে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন। ব্রিটিশ শিক্ষা কারিকুলামে জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (জিসিএসই) চূড়ান্ত পরীক্ষায় অন্তত ১০টি বিষয়ে ভালো ফলাফলের ভিত্তিতে এই সম্মাননা দেয়া হয়।
 
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সেন্ট্রাল লন্ডনের কেনসিংটন টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে ২০১৬ সালে জিসিএসই পরীক্ষায় উত্তীর্ণ ৮৮ জন তরুণ শিক্ষার্থীর হাতে সম্মাননাপত্র তুলে দেয়া হয়।

গত এক দশক ধরে বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির শিক্ষার্থীদের জিসিএসই পরীক্ষায় ভালো ফলাফলের ভিত্তিতে এই সম্মাননা দিয়ে আসছে।
 
অনুষ্ঠানে বলা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশি নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা এবং তার ঐতিহ্য তুলে ধরতে জিসিএসই পরীক্ষায় ঐচ্ছিক বিষয় হিসাবে 'বাংলা বিষয়ে' যেসব শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করেছেন, তাদেরকেও এবারে প্রথমবারের মত সম্মাননা দেয়া হলো। এছাড়া অনুষ্ঠানে প্রবাসী কলামিস্ট ও সাহিত্যিক আব্দুল গাফ্ফার চৌধুরীকেও আজীবন সম্মাননাপত্র দেওয়া হয়েছে।
 
হাই কমিশনার মো. নাজমুল কাওনাইন বলেন, প্রতি বছরের মতো এবারও ব্রিটিশ বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের অসাধারণ কৃতিত্ব ব্রিটেনে বাংলাদেশ কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আজকের এই সম্মাননা স্মারক ভবিষ্যতে তাদের মানসিক বিকাশে সহায়ক হবে। এটা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধনকে আরো সুদৃঢ় করবে। তিনি  ছাত্র-ছাত্রীদের আগামী দিনে ব্রিটিশ-বাংলাদেশ বন্ধনের দূত হিসেবে বর্ণনা করেন।
 
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, যুক্তরাজ্যের মিনিস্টার ফর অ্যাভিয়েশন লর্ড আহমেদ অব উইম্বলডন, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, হাউজ অব কমন্সের সদস্য পল স্কালি এমপি, স্টিফেন টিমস এমপি, হাউজ অব লর্ডসের সদস্য লর্ড শেখ, ব্যারোনেস ভার্মা, ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য মিজ জিন ল্যামবাট্ প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া