adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যক্তির নামের দাম ৭০ কোটি টাকা!

1440294607michael_mtnews24স্পোর্টস ডেস্ক : তিনি একজন কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড়। তাই তার নাম ব্যবহার করেছে একটি যুক্তরাষ্ট্রের একটি গ্রোসারি চেইন স্টোর। কিন্তু মাইকেল জর্ডানের অনুমতি ছাড়াই তার নাম ব্যবহারর কারণে ৮৯ লাখ ডলার বা প্রায় ৭০ কোটি টাকা তিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
শিকাগো রাজ্য সরকারের একটি বিজ্ঞাপনে জর্ডানের নাম ব্যবহার করেছিল অধুনালুপ্ত ডমিনিক’স ফাইনার ফুড।
ছয়বার এনবিএ চ্যাম্পিয়নশিজের শিরোপা জয়ী জর্ডানের একটি মামলার পরিপ্রেেিত শিকাগোর একটি আদালত শুক্রবার এ রায় ঘোষণা করে।
রায়ের পর আইনজীবীদের জড়িয়ে ধরে উল্লাস করেন মাইকেল জর্ডান।
আদালতের বাইরে তিনি সাংবাদিকদের বলেন যে ‘আমি তো অন্য ধরনের কোর্টে খেলতে অভ্যস্থ। এতে প্রমাণিত হচ্ছে যে আমি আমার নাম পুরোপুরি সুরায় সমৃ এটা আমার নাম এবং এর জন্য আমি কঠোর পরিশ্রম করেছি আমি কাউকে আমার নাম ব্যবহার করতে দেব না।’ জর্ডান বলেন, তিনি শুধু টাকার জন্য মামলা করেননি। মামলায় যে টাকা পাবেন তা তিনি শিকাগোর একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন।

আদালতে প্রমাণ উপস্থাপন করা হয় যে মাইকেল জর্ডান বিপুল সম্পদের মালিক। ২০০০ থেকে ২০১২ সাল পর্যন্ত শুধু নাইকির কাছ থেকেই তিনি পেয়েছেন ৪৮ কোটি ডলার। সূত্র: এপি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া