adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিয়াদে প্রথমবার ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন

YAMANআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার ইয়েমেনের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এই প্রথম রিয়াদে হামলা চালানোর ঘোষণা দিল ইয়েমেনি সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদের কাছে আল-মাজাহিমিইয়া শহরের পশ্চিমে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। হামলার মধ্য দিয়ে এটাই বোঝা যাচ্ছে, রিয়াদ এখন ইয়েমেনের ক্ষেপণাস্ত্রের পাল্লায় রয়েছে।

সৌদি কর্মকর্তারা এখনো এ বিষয়ে মুখ খুলেননি। অবশ্য টুইটারে দেয়া বার্তায় স্থানীয়রা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলছেন, রিয়াদের পশ্চিমে অবস্থিত আল-মাজাহিমিইয়া শহরের একটি সামরিক শিবিরে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

২০১৫ সালের মার্চ থেকে হুতি বিদ্রোহীদের ক্ষমতা থেকে উচ্ছেদের জন্য ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। দেশটিতে এ পর্যন্ত হামলায় ১১ হাজার ৪০০ জন লোক নিহত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া