adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মতবিনিময় অনুষ্ঠানে কাদের- এই শেখ হাসিনা সেই শেখ হাসিনা নয়

image-15207নিজস্ব প্রতিবেদক : বিমানে ত্রুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত ছিল বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চক্রান্তকারীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা সফল হবেন না। কারণ ১৯৮১ সালে দেশে ফেরার পর থেকে শেখ হাসিনা প্রতিনিয়ত শিখছেন। এখন তিনি অনেক পরিণত, অনেক বেশি শক্তিশালী।

৬ জানুয়ারি শুক্রবার সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রস্তুতি উপলক্ষে এই মত বিনিময়ের আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ।

ওবায়দুল কাদের বলেন, 'চিন্তা, মননশীলতা ও দক্ষতার জন্য আজ শেখ হাসিনার জনপ্রিয়তা শুধু দেশে নয়, অভ্রভেদী। এ জনপ্রিয়তার জন্যই একটি মতলবি মহল তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র চলছে। এর আগে ১৯টি ষড়যন্ত্র হয়েছিল। আর ২০ তম ষড়যন্ত্র হলো বিমানে যান্ত্রিক ত্রুটি।'

ওবায়দুল কাদের বলেন, 'কিন্তু ঐ ষড়যন্ত্রকারীদের মনে রাখতে হবে যে ১৯৮১ সালের শেখ হাসিনা আর ২০১৬ সালের শেখ হাসিনা এক নয় বরং হাজার গুণ বেশি শক্তিশালী। তাই এসব ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ঠেকানো যাবে না।’

বঙ্গবন্ধু হত্যার ছয় বছর পর ১৯৮১ সালে দেশে ফেরেন শেখ হাসিনা। এর আগেই তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করে দল। দেশে ফেরার পর শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা যতই জনপ্রিয় হচ্ছেন ততই তার শত্রু বাড়ছে। প্রচণ্ড ঝুঁকির মধ্যে তিনি (প্রধানমন্ত্রী) দেশ চালাচ্ছেন।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে অংশ না নিয়ে তারা ভুল করেছিলল, যার খেসারত এ দেশের নিরীহ জনগণকে দিতে হয়েছিল। তারা এখন মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের কাজ হচ্ছে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে হঠাতে।’

বিভিন্ন অভিযানে নেতারা নিহত হলেও জঙ্গিবাদীরা এখনও সক্রিয় বলে হুঁশিয়ারি ওবায়দুল কাদের। বলেন, 'জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। কোনোভাবে মনে করার কারণ নেই যে, তারা শেষ হয়ে গেছে। তারা প্রতিনিয়ত ডালপালা গজাচ্ছে।…পুলিশি এই অভিযানে সন্তুষ্ট না থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।'

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি সময় বাকি নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ জন্য আমাদের প্রস্তুত হতে হবে।  দলকে একটি সুশৃঙ্খল, কলহ-কোন্দলমুক্ত শক্তি হিসাবে আমাদের তৈরি হতে হবে।’

নেতাকর্মীদের সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, 'দলের মধ্যে কেউ বিপথগামী হলে সংশোধন করা হবে, সংশোধন করা সম্ভব না হলে তাকে দল থেকে বের করে দিতে হবে, এর কোন বিকল্প নেই। গুটি কয়েক কর্মীর জন্য শেখ হাসিনার উন্নয়নকে ম্লান করতে দেয়া যাবে না।'

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম,  উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া