adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে চিন্তিত নেতাকর্মীরা

news_imgডেস্ক রিপোর্ট : চিকিতসার জন্য মঙ্গলবার রাতে লন্ডনে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর দেশের বাহিরে গিয়েছেন তিনি। তবে দলের কিছু নেতাকর্মী খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে শঙ্কায় রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগরের কয়েকজন নেতা বলেন, নিরাপদে ম্যাডাম (খালেদা জিয়ার) দেশে ফেরা নিয়ে তারা চিন্তিত। সরকার কুট কৌশল করে খালেদা জিয়াকে দেশে ফিরতে বাধা দেয় কিনা এ নিয়ে তার মহা দুশ্চিন্তায় রয়েছেন বলেও জানিয়েছেন।

এদিকে পবিত্র ওমরা পালন করার উদ্দেশ্যে রমজান মাসে সৌদি আরব না যাওয়ায় গুঞ্জন শোনা গিয়েছিল দেশে ফেরার নিশ্চিয়তা না থাকায় বিএনপি চেয়ারপারসন দেশ ত্যাগ করার আগে নানা সমীকরণ কষছেন।

তবে চূড়ান্তভাবে ওমরা পালন করতে না যাওয়ার কারণে দলের নেতাকর্মীদের মধ্যেই নানা আলোচনা সমালোচনা শুরু হয়।
পরবর্তীদের আগস্ট মাসে লন্ডনে সফরে যাবেন এরকম ঘোষণার পরও না যাওয়ার কারণে গুঞ্জনটি আরো স্পষ্ট হয়ে উঠে। অনেকেই ধারণা করেছিলেন দেশে ফেরার নিশ্চিয়তা ফেলে হয়তো বিএনপি প্রধান লন্ডনে যাবেন।

অবশেষে আগস্ট মাস ফেরিয়ে সেপ্টেম্বরের মাসের মাঝামাঝি সময়ে লন্ডনের গেলেন খালেদা জিয়া। চিকিতসার উদ্দেশ্যে লন্ডন যাওয়ার কথা বলা হলেও সেখানে তিনি বেশ কয়েকটি রাজনৈতিক অনুষ্ঠানও করবেন বলে জানা গেছে।

এদিকে লন্ডন থেকে খালেদা জিয়া কবে দেশে ফিরবেন এরকম কোন তথ্য জানেন না চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তারা। পাশাপাশি খালেদা জিয়ার অনুপস্থিতিতে কে দল পরিচালনা করবেন তাও বলতে পারেননি তারা। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডাম কবে দেশে ফিরবেন তা বলতে পারি না। 

জানা গেছে, দেশ ত্যাগের আগে দলের নেতাকর্মীদেরকে কোন দিক নির্দেশনা দিয়ে যাননি খালেদা জিয়া। তাই দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মাঝে শঙ্কা বিরাজ করছে বলে জানা গেছে।
তবে চিকিতসা শেষে বেগম খালেদা জিয়া যথাসময় ও নিরাপদে দেশে ফিরে আসলে সব শঙ্কা কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া