adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়ের নিবন্ধ- ইন্টারনেটে ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ

joyডেস্ক রিপোর্ট : ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভুয়া সংবাদ, ছবি ও ভিডিও প্রচারের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ও জঙ্গিবাদ ছড়ানোর বিরুদ্ধে লড়াই করছে বাংলাদেশ। টোকিওভিত্তিক আন্তর্জাতিক অনলাইন সাময়িকী ‘দ্য ডিপ্লোম্যাট’-এ  লেখা এক নিবন্ধে একথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
 

pm১২ ডিসেম্বর সাময়িকীটিতে ‘বাংলাদেশ ফাইটস ম্যালিসাস ফেসবুক পোস্টিংস, অনলাইন হেট’ শিরোনামে এ নিবন্ধটি প্রকাশিত হয়েছে।
 
সজীব ওয়াজেদ জয় তার নিবন্ধে লিখেছেন-
 
সম্প্রতি সত্য খবরের ভীড়ে ভুয়া খবরের বিষয়টি আলোচিত হচ্ছে। ইন্টারনেটে ক্লিক ও বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ আয়ের জন্য কাল্পনিক খবর তৈরির বিষয়টি যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জন্য এখন সমস্যা। এ তালিকায় বাংলাদেশও রয়েছে।
 
সাংবিধানিকভাবে গণতান্ত্রিক দেশ বাংলাদেশ তার নাগরিকের অধিকার সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। যুক্তরাষ্ট্রের মতোই বাংলাদেশেও ধর্মীয় সংখ্যালঘুদের হয়রানির মুখে পড়তে হয়। বাংলাদেশের জঙ্গিরা ফেসবুকের মাধ্যমে ভুয়া খবর পোস্ট করে বিদ্বেষ ছড়ায়।
 
সম্প্রতি ফেসবুকে এ ধরনের একটি ভুয়া ছবি ছড়ানো হয়। এতে মুসলমানদের পবিত্র স্থান মক্কায় কাবা ঘরে হিন্দু দেবতার ছবি বসিয়ে তা ছড়িয়ে দেওয়া হয়। এর জের ধরে ইসলামি উগ্রবাদীরা ঢাকার উত্তর-পূর্বে নাসিরনগরে ১৫টি মন্দির ও হিন্দু সম্প্রদায়ের ১০০ ঘরবাড়ি ভাঙচুর করে। ছবিটি দেখলে পরিষ্কারভাবে বোঝা যায় তা দুর্বলভাবে ফটোশপে করা। কিন্তু বিষয়টি উগ্রবাদীরা বিবেচনায় নেয়নি। ছবিটি উগ্রবাদ ছড়ানোর উপাদান হিসেবে ব্যবহার করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করা হয়েছে। এ ঘটনায় সরকার দ্রুত তার নাগরিকদের সুরক্ষায় ব্যবস্থা গ্রহণ করেছে।
 
ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ভিডিওর ভিত্তিতে এই অপরাধের জন্য প্রায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়। অনেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাতে দ্রুত বিচার পান, সে জন্য সরকার এই মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর ঘোষণা দিয়েছে।
 
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্য কাজ করছে সরকার। হামলা ঠেকাতে ব্যর্থ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই এলাকার হিন্দুদের নিরাপত্তার জন্য সরকার অতিরিক্ত পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আধা সামরিক সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের মোতায়েন করেছে। হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে এবং নাগরিকদের সুরক্ষা দেওয়া হবে- ভুক্তভোগীদের সেই সান্ত্বনা ও ভরসা দিতে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। এ ছাড়া বিদ্বেষ ও সহিংসতাকে উসকে দেওয়ার অভিযোগে সরকার ৩৫টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে।
 
pm
 
বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ইন্টারনেটের মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর প্রতিক্রিয়া দেখেছে। ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের উগ্রবাদীরা বহুদূরে বসে উস্কানিমূলক কথাবার্তা ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। গত জুলাইয়ে ঢাকায় হলি আর্টিজান বেকারির ঘটনায় জঙ্গিরা গ্রাহকের মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেটে ছবি পাঠিয়েছিল। ওই সময় রেস্তোরাঁর কর্মীদের সেখানকার ওয়্যারলেস নেটওয়ার্ক চালু করতে বলেছিল জঙ্গিরা।
 
ঢাকার ক্যাফেতে ওই হামলার পর সরকার ১৩ জনকে উদ্ধার করে এবং জিম্মিদশার অবসান ঘটায়। এরপর থেকে অনেক সন্দেহভাজনকে আটক করা হয়েছে ও তাদের চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি ওই জঙ্গি হামলার ঘটনায় ভূমিকার জন্য স্থানীয় একটি কুখ্যাত জঙ্গি দলের নেতাসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন সরকারি কৌঁসুলিরা। জানুয়ারি মাসের প্রথম দিকে তাদের বিচার শুরু হবে।
 
যারা ইন্টারনেটকে খারাপ কাজে ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সরকার। এর পাশাপাশি ইন্টারনেটের প্রসার ও দ্রুত যোগাযোগের বিষয়টিকে ভালো কাজে লাগাতে উৎসাহিত করা হচ্ছে।
 
আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা, যিনি সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছেন, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তিনি ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কনফারেন্স করে বাংলাদেশের ৬৪ জেলার সর্বস্তরের মানুষের সঙ্গে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির কথা বলছেন।
 
কোনো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলে জঙ্গিরা যাতে ঘটনাস্থল থেকে ইন্টারনেট ব্যবহার করে ভিডিও, ছবি বা তাৎক্ষণিক তথ্য পাঠাতে না পারে, সে জন্য সরকার ইন্টারনেট সেবা বন্ধের মহড়াও দিয়েছে।
 
বাংলাদেশ সরকার শান্তিপূর্ণ বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় প্রতিজ্ঞাবদ্ধ। তবে ইন্টারনেট ব্যবহার করে সন্ত্রাসীদের অসত্য খবর ছড়ানো বা ভয়ংকর কিছু ঘটাতে প্রভাবিত করার বিষয়টি সরকার মেনে নেবে না।
 
মিথ্যা ও বিদ্বেষ ছড়ানো এবং অস্থিরচিত্তের ব্যক্তিকে চরমপন্থী করে তাকে সহিংস করে তুলতে ইন্টারনেটের ক্ষমতার বিষয়টি সারা বিশ্বই এখন গুরুত্ব সহকারে বুঝতে পারছে।  দুর্ভাগ্যবশত নতুন এই যুদ্ধে বাংলাদেশকে সামনের সারিতে থাকতে হচ্ছে। কিন্তু নাগরিকদের সাংবিধানিক নিরাপত্তা ও  সুরক্ষায় এ যুদ্ধের জন্য সরকার  ভালোভাবেই প্রস্তুত।
 
বাংলাদেশ অভ্যন্তরীণভাবে এবং বিশ্বজুড়ে তার মিত্রদের সঙ্গে নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে প্রতিজ্ঞাবদ্ধ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া