adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আমার অধিনায়কত্ব সহজ হবে যদি সবাই ভালো খেলে : রিয়াদ

READস্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে যাচ্ছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের মাধ্যমে টেস্টে দশম বাংলাদেশি অধিনায়ক হিসাবে অভিষেক হবে রিয়াদের। নতুন দায়িত্বকে তিনি চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন।

মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমি বিশ্বাস করি দলের সবাই যদি ভালো পারফরম্যান্স করে তাহলে আমার জন্য অধিনায়কত্ব সহজ হবে।

তিনি আরও বলেন, ‘জীবনে সবসময় চ্যালেঞ্জ থাকবেই। কিন্তু আপনি চ্যালেঞ্জটাকে কীভাবে গ্রহণ করবেন সেটা নির্ভর করবে আপনার উপর। আপনি যদি চ্যালেঞ্জটা ইতিবাচকভাবে দেখেন তাহলে আপনার জন্য তা ইতিবাচকই হবে। আর যদি নেতিবাচকভাবে চিন্তা করেন তাহলে আপনি শুরুতেই ব্যর্থ হবেন। প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ নিতে হবে। তাছাড়া টেস্ট একাটি আলাদা ফরম্যাট। পাঁচ দিনের পাঁচ দিনই ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ।

রিয়াদ বলেন, ‘সিদ্ধান্ত নিতে হলে প্রতিটি অধিনায়ককেই মাথা ঠান্ডা রাখা দরকার। অধিনায়কত্বটা আসলেই অনেক বড় বিষয়। কারণ, মাঠে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ঠান্ডা মাথায়। আমি সেটাই চেষ্টা করব। আমি মনে করি, এটা আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে ও মাঠে সাবাইকে উৎসাহ প্রদান করতে সাহায্য করবে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচটিতে প্রতিদিন খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টা থেকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া