adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নুর চৌধুরীকে ফেরত আনতে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন শেখ হাসিনা

canadaডেস্ক রিপাের্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করবেন।
রবিবার নিজ কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীর কানাডা এবং জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগদানের বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ১৪ সেপ্টেম্বর কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গ্রোবান ফান্ড নামে এক সংস্থার পঞ্চম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই সম্মেলনে অংশ নেবেন। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কানাডা অবস্থান শেষে শেখ হাসিনা ১৮ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন। সেখানে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশেন যোগদান শেষে ২৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি।
প্রধানমন্ত্রীর কানাডা সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, কানাডা সফরকালে সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে ফেরত আনার বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য, সন্ত্রাস ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০১২ সালে জাস্টিন ট্রুডের বাবা পিয়েরে ট্রুডোকে বাংলাদেশ সম্মাননা প্রদান করেছিল। কানাডা সফরকালে জাস্টিন ট্রুডোর হাতে সেই সম্মাননাটি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইউয়র্কে যাবেন বলেও সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
এ বছরের ১৩ জুন নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের জন্য বাংলাদেশসহ মোট ১৫টি দেশকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। আগামী ১৩ সেপ্টেম্বর নিউইয়র্কে এ অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশনের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফিজির স্থায়ী প্রতিনিধি পিটার টমসন।
জাতিসংঘের নিয়ম অনুসারে, ১৫ জন ভাইস প্রেসিডেন্টের মধ্যে পাঁচজন আসেন স্থায়ী পরিষদের দেশগুলো থেকে। বাকি দেশগুলো বিভিন্ন অঞ্চলের হয়ে প্রতিনিধিত্ব করে। ১৩ সেপ্টেম্বরের অধিবেশনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ। বাংলাট্রিবিউন

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া