adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হানিফ বললেন- জিয়ার মরদেহ নয়, বাক্স দাফন করা হয়েছে

hanif_pic_24794_1473503972ডেস্ক রিপাের্ট : জিয়াউর রহমানের মরদেহ নয়, বাক্স দাফন করা হয়েছে বলে দাবি করেছেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

১০ সেপ্টেম্বর শনিবার বেলা ১২টার দিকে গড়াই নদীর তীরে নির্মাণাধীন ইকোপার্কের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

হানিফ বলেন, ১৯৮১ সালে জিয়া মারা যাওয়ার পরে তার যে মরদেহ, সেটি পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছিল। সেখান থেকে পরবর্তী পর্যায়ে একটি বাক্স নিয়ে এসে মাটি দেয়া হয়েছে। এটার মধ্যে কি ছিল কেউ জানে না। এটা যদি জিয়াউর রহমানে মরদেহ হতো তাহলে তো সেসময় তার স্ত্রী সন্তানরা দেখতো। সেটা কেউ দেখে নাই। খোলাও হয়নি।

তিনি আরও বলেন, মিডিয়াতে এ ব্যাপারে অজস্র প্রমাণ আছে যে, জিয়াউর রহমানের মরদেহ বলে যে বাক্স দাফন করা হয়েছে তা কেউ খুলে দেখেনি। এ রকম অজানা বিষয় নিয়ে মাজার তৈরি করে সংসদের নিরাপত্তা ও পবিত্রতা নষ্ট করা হচ্ছে। এটা দেশবাসী চায় না। সেই হিসাবে পরবর্তী পর্যায়ে এটা যদি সরানোর সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে জনগণ মনে করবে সিদ্ধান্ত সঠিক।

জিয়াউর রহমানের মাজার বানানোর মধ্য দিয়ে সংসদকে অপমানিত করা হয়েছে দাবি করে হানিফ বলেন, জিয়াউর রহমান কোনো আলেম বা পীর ছিলেন না। একজন সাধারণ মানুষ ছিলেন। সে হিসাবে তিনি মৃত্যুবরণ করলে ইসলামী রীতি অনুযায়ী দাফন করতে হবে।

তিনি বলেন, জাতীয় সংসদ এলাকা সাধারণ মানুষের কবরস্থান নয়। জায়গাটা সংসদীয় কার্যালয়ের। এই জায়গায় জিয়াউর রহমানের কবরের নাম করে যে মাজার বানানো হয়েছে সেটা সংসদকে অপমানিত করা হয়েছে।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জজকোর্টের পিপি অনুপ কুমার নন্দীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া