adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতায় উড়ালসেতু ধস – নির্মাণ সংস্থার কর্মকর্তা গ্রেপ্তার

jakia..flyover_107841 (1)আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিবঙ্গের কলকাতার গিরীশ পার্কে নির্মাণাধীন উড়ালসেতু ভেঙে পড়ার ঘটনায় নির্মাণকাজে নিযুক্ত সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় ভারতে কলকাতার পুলিশ প্রধান জানিয়েছেন।

এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত ২৪ । কলকাতার পুলিশ কমিশনার জানায়, প্রায় ৭৯ জন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংকাজনক । তবে অন্যান্যদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। উদ্ধার তৎপরতাও প্রায় শেষের পথে।

ঘটনাস্থলে কলকাতা পুলিশের যে আপদকালীন নিয়ন্ত্রণ কক্ষ কাজ করছে তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা দেবব্রত সেনগুপ্ত অবশ্য বলেন মাটির নিচে চাপা পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে। আর কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনাও তিনি নাকচ করে দিয়েছেন।

কলকাতার পুলিশ কর্তৃপক্ষ জানায়, ফ্লাইওভার নির্মাণ সংস্থাটির বিরুদ্ধে নরহত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে। হায়দ্রাবাদে সংস্থার প্রধান কার্যালয়েও তদন্ত করা হচ্ছে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া