adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যুদ্ধ বিরতি ঘােষণার পর জুমার নামাজ শেষ হতেই আল-আকসায় আবার ইসরোয়েলি পুলিশের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ১১ দিন তাণ্ডব চালিয়ে বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল।

কিন্তু রাত পোহাতে না পোহাতে শুক্রবার জুমার নামাজ শেষ হতেই ফের ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালালো বর্বর ইসরায়েলি বাহিনী।

শুক্রবার (২১ মে) বিকালে আলজাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জুমার নামাজের পর ফিলিস্তিনিদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপসহ আল-আকসা মসজিদ চত্বরে হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এ ঘটনায় ফের উত্তেজনা দেখা দিয়েছে পবিত্র ওই অঞ্চলটিতে।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ডের দাবি, প্রথমে ফিলিস্তিনিরা পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে শুরু করে। জবাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ।

মিশরের মধ্যস্থতায় বৃহস্পতিবার রাতে ১১ দিনে রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছায় ইসরায়েল ও হামাস। কয়েকদিনের টানা সংঘাতে গাজা উপত্যকায় নির্বিচারে বিমান হামলা চালায় ইসরায়েল। জবাবে হামাসও হাজার হাজার রকেট ছোড়ে ইসরায়েলে।

গাজায় ইসরায়েলের বোমা হামলায় ৬৬ শিশুসহ কমপক্ষে ২৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া অবরুদ্ধ এ অঞ্চলটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞও চালায় দখলদার ইহুদিবাদিরা। অন্যদিকে হামাসের রকেট হামলা দুই শিশুসহ কমপক্ষে ১২ জন ইসরায়েলি নিহত হয়েছেন। সূত্র : আলজাজিরা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া