adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘র‌্যাম্বো’ হিরোর নামে যৌন হেনস্তার অভিযোগ

Photo by: STRF/STAR MAX/IPx 2016 5/25/16 Sylvester Stallone is seen in Los Angeles, CA.

2016
5/25/16
Sylvester Stallone is seen in Los Angeles, CA.

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার অনলাইনে প্রকাশিত হয়েছে হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের যৌন কেলেঙ্কারি সংক্রান্ত বেশ কিছু পুরোনো পুলিশ রিপোর্ট। তবে সেই সব তথ্যকে মিথ্যা বলে দাবি করেছেন স্ট্যালোনের প্রতিনিধিরা।

১৯৮৬ সালের ঘটনা। লস ভেগাসের একটি হোটেল রুমে ১৬ বছরের এক নাবালিকাকে যৌন হেনস্তা করেন অভিনেতা। ওই নাবালিকাকে একই সঙ্গে স্ট্যালোন ও তাঁর দেহরক্ষীর সঙ্গে যৌন মিলনে বাধ্য করা হয়েছিল।

সংবাদপত্র ডেইলি মেল-এর দাবি, পুলিশ রেকর্ডে ওই নাবালিকার যে বয়ান নথিবদ্ধ করা আছে তাতে বলা হয়েছে, স্বইচ্ছায় ৪০ বছরের স্ট্যালোনের সঙ্গে যৌন মিলনে রাজি হয়েছিলেন ওই নাবালিকা। তবে অভিনেতা পরে ওই নাবালিকাকে তাঁর দেহরক্ষীর সঙ্গেও যৌন মিলনে বাধ্য করেন।

অভিযোগে আরও বলা হয়, ওই নাবালিকাকে তার মতের বিরুদ্ধেই থ্রিসামে’ বাধ্য করা হয়েছিল। তবে সেই সময়ে অভিনেতা বা তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে কোনো চার্জ ফাইল করা হয়েছিল না। কারণ নেভেদার আইন অনুযায়ী যৌন মিলনে লিপ্ত হওয়ার বয়সসীমা ছিল ১৬ বছর।

]Sylvester Stalone in "Rambo: First Blood" উএসএ টুডে এই বিষয়ে লাস ভেগাসের পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তারা জানায়, তাদের হাতে এই মুহূর্তে ৩১ বছরের পুরোনো কোনো নথি নেই।

মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক স্ট্যালোন ‘রকি’ মুভি সিরিজে অভিনয় করে বেশ সাড়া ফেলেছিলেন। তবে পরে তিনি ‘র‍্যাম্বো’ চরিত্রের জন্য আরও বেশি বিখ্যাত হয়ে ওঠেন। এখনও পর্যন্ত ছয়টি ‘রকি’ ও চারটি ‘র‍্যাম্বো’ ফিল্ম হয়েছে। সর্বশেষ র‍্যাম্বো ফিল্মটির নাম ‘জন র‍্যাম্বো’/‘র‍্যাম্বো ফোর’ বা ‘র‍্যাম্বো’।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া