adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চোরাই মোটরসাইকেল বিক্রি করায় ওসি ও এসআইকে শোকজ

HONDAডেস্ক রিপোর্ট : ম্যাজিস্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করে চোরাই মোটরসাইকেল বিক্রির ঘটনায় জেলার বীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন এবং গোদাগাড়ী থানার এসআই মো. জাহাঙ্গীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

এ ঘটনায় অতিরিক্ত জেলা পুলিশ সুপারকে (ক্রাইম) প্রধান করে গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি।

বীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের মে থেকে চলতি ৩০ মার্চ পর্যন্ত এই থানায় কর্মরত (বর্তমানে বদলি) রাজশাহী রেঞ্জের গোদাগারী থানার এসআই জাহাঙ্গীর হোসেন জেলার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফএম আহশানুল হক ও সোনালী ব্যাংক করপোরেট শাখার এক কর্মকর্তার সই জাল করে ২৩টি চোরাই মোটরসাইকেল বিক্রি করেন। ওই ঘটনায় অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফএম আহশানুল হক থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন ও এসআই মো. জাহাঙ্গীর হোসেনকে শোকজ করেছেন।

অভিযোগের ব্যাখ্যাসহ সাতদিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কার্যালয়ের নাজির মোঃ মামুন হোসেন জানান, ম্যাজিষ্ট্রেট ২৩ আগস্ট/১৫ কর্মস্থলে যোগদান করেন। ওই বছরে ২৫ ডিসেম্বর বীরগঞ্জ থানার ৫টি মোটর সাইকেল নিলামের জন্য তাকে নিযুক্ত করা হয়। এরপর আর কোন মোটর সাইকেল নিলামের নিদের্শ দেওয়া হয়নি। বীরগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, উপজেলার গান্ডাড়া গ্রামে পূজার অনুষ্ঠান থেকে গত ২৬ মার্চ চৌকিশ্বর গ্রামের পরিমল চন্দ্র রায়ের কালো রঙের বাজাজ ডিসকোভার মোটর সাইকেল চুরি হয়। গত ১৪ এপ্রিল বীরগঞ্জ পৌরসভার সাগর নামের এক মেকারের কাছে দেখতে পান পরিমল। মোটর সাইকেলেটির খোঁজ নিতে গেলে দেবীপুর গামের বদিউল বলেন, তিনি মোটর সাইকেলটি থানার এসআই জাহঙ্গিীরের কাছে ক্রয় করেছেন এবং নিলামের কাগজ দেখান। মালিকানা নিয়ে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। পরে থানায় নিলামের কাগজটি মিলিয়ে দেখলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

পুলিশ জানায়, ঘটনাটি জানাজানি হলে এসআই মোঃ জাহাঙ্গীরের কাছ থেকে মোটর সাইকেল কেনা আরো ২২জন থানায় নিলামের কাগজ যাচাই করারর জন্য গত ২৩ এপ্রিল প্রথমে থানায় পরে অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গিয়ে জানতে পারেন ২৫ ডিসেম্বর ৫টি মোটর সাইকেল ছাড়া আর নিলামের আদেশ দেওয়া হয়নি।

নিলামের কাগজে অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের স্বাক্ষর ও আদালতের সিল ব্যবহার করা হয়েছে তা জাল। যে স্মারক ব্যবহার করা হয়েছে সেটি ভূয়া স্মারক।

এ ছাড়ারও দিনাজপুর সোনালী ব্যাংক করপোরেট শাখায় মোটর সাইকেল নিলামের টাকা জমা দেওয়ার রশিদটি ব্যবহার করা হয়েছে সেটিও ভূয়া। ওই রশিদে যে কর্মকর্তার স্বাক্ষর ব্যবহার করা হয়েছে তিনি এক বছর আগে বদলী হয়ে অন্যত্র চলে গেছেন। বিধি মোতাবেক বিড লিস্টে নিলামের মালামালের বিষয়ে থানার জিডি বা মামলা নং-ছিলনা।

মোটর সাইকেল ক্রেতাদের নিলামের কাগজ থেকে জানা গেছে, ৩১ ডিসেম্বর-১৭টি, ২৫ ডিসেম্বর-২টি, ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর ১টি করে মোটর সাইকেল নিলামে বিক্রি দেখানো হয়েছে।

অভিযুক্ত এসআই জাহাঙ্গীর হোসেন মোবাইলে যোগাযোগ করা হলে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, বীরগঞ্জ থানর ওসি একটি ডলারি মামলায় আসামিদের কাছে ৩ লক্ষ টাকা আদায় করে ফাইনাল দিতে বলেন। আমি তা না করে চার্জশিট দিয়েছি, সে কারনে ক্ষিপ্ত হয়ে আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছেন। অথচ তিনি নিজেই অবৈধভাবে থানা থেকে মোটরসাইকেল চুরি করেছে। আর এসআই শাহাদত হোসেন ১২শত বোতল ফেন্সিডিল আটক করে ১১শত বোতল চুরি করে এসপি’র কাছে ধরা পরে বিভাগীয় শাস্তি ভোগ করে। ঘটনাটি আমি এসপিকে জানিয়েছি সন্দেহে আমার উপর ক্ষিপ্ত হয়ে কিছু লোকজন লেলিয়ে দিয়েছে।

দিনাজপুরে জেলা পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ মিজানুর রহমানকে প্রধান করে ৩সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2016
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া