adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নার্সদের মশাল মিছিল

Naurseনিজস্ব প্রতিবেদক : ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে মশাল মিছিল করেছে আন্দোলনরত নার্সরা। 

২৩ এপ্রল শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ মশাল মিছিল বের করে তারা। 

মশাল মিছিলটি কদম ফোয়ারা ঘুরে পল্টন মোড় হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়। এরপর আবারও সবাই অবস্থান কর্মসূচিতে বসে পড়ে। মশাল মিছিলের সময় তাদের মাথায় সাদা ফিতা বাঁধা ছিল। তাতে লাল কালিতে লেখা ব্যাচ ভিত্তিক নিয়োগ চাই। এ ছাড়া তারা ‘দশ বছরের অধিকার ফিরিয়ে দাও’, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে হবে’- বলে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। 

বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার, মহাসচিব ফারুক হোসাইন, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস ও নাহিদা আক্তার মিছিলে উপস্থিত ছিলেন।

বেকার নার্সরা ২০ দিন ধরে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। সিনিয়র স্টাফ নার্স পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য গত ২৮ মার্চ পিএসসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর প্রতিবাদে এবং এই বিজ্ঞপ্তি বাতিল করে আগের মতো ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে তারা ৪ এপ্রিল থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া