adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান বিরোধ এখন তুঙ্গে

jakia..pakistan_110362আন্তর্জাতিক ডেস্ক : পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনায় দোষী প্রমাণিত হলে ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গতকাল শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে নওয়াজ বলেন, ‘একমাত্র সৃষ্টিকর্তা এবং জনগণের কাছে আমি মুখাপেক্ষী। অন্য কাউকে জবাবদিহি করতে বাধ্য নই।’

নাটকীয় ভাবে টেলিভিশনে নওয়াজের দেয়া এই ভাষণের পর দেশটির সেনা প্রধান রাহেল শরীফের সঙ্গে তার চলমান চাপা উত্তেজনা আরেকবার জনসম্মুখে প্রকাশ পেলো। উল্লেখ্য, সেনাবাহিনীর ছয়জন শীর্ষ কর্মকর্তাদের ছাটাই প্রসঙ্গে গত বৃহস্পতিবার সেনা প্রধান বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ কোনদিনই সফল হবে না। যতোদিন গোড়া থেকে দুর্নীতি দূর না হবে।

নিজেকে নির্দোষ দাবি করে নওয়াজ বলেন, ‘যারা আমার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছে আমি তাদের সবাইকে চ্যালেঞ্জ করছি। যদি আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য হয় তবে আমি সাথে সাথেই পদত্যাগ করবো।’

নওয়াজ শরিফ জানান, তার এবং তার পরিবারের বিরুদ্ধে করা অভিযোগ তদন্তে একটি কমিশন গঠন করার জন্য প্রধান বিচারপতিকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কমিশনের যেকোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন বলেও উল্লেখ করেন ওই ভাষণে।

পানামা পেপার্সকে কেন্দ্র করে পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেন, ‘ঘটনাটি শুরু হওয়ার পরপরই আমি জাতির আস্থা ফিরিয়ে আনতে চেয়েছি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের তত্ত্বাবধানে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশ দিয়েছি।’

তবে তিনি শুধু পাকিস্তানের জনগণের কাছে এ বিষয়ে জবাব দিতে দায়বদ্ধ, যারা বিষয়টি নিয়ে অধিকমাত্রায় বাড়াবাড়ি করছে এমন কোনো রাজনীতিবিদের কাছে তিনি দায়বদ্ধ নয় বলেও মন্তব্য করেন নওয়াজ। জনসাধারণের কাছে কিছু তুলে ধরার আগে তা নিশ্চিত হয়ে নেয়ার জন্য গণমাধ্যমের কাছে অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য, এর আগে পানামভিত্তিক আইন সহায়তা প্রতিষ্ঠানের গোপন নথি ফাঁসের হয়ে গেলে তাতে বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে আসে। তাতে প্রভাবশালীদের আর্থিক কেলেঙ্কারির বিষয় প্রকাশ পায়। গোপন ওই নথিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নামও ছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া