adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্তন ক্যানসারে আক্রান্ত শাহরুখ খানের এই নায়িকা

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান অভিনীত ‘পরদেশ’ ছবিটির কথা মনে আছে তো? ১৯৯৭ সালের ৮ আগস্ট মুক্তি পাওয়া ওই ছবি পরিচালনা করেছিলেন সুভাস ঘাই। সেখানে শাহরুখের নায়িকা ছিলেন নবাগত মাহিমা চৌধুরী। প্রথম ছবিতেই সেরা নারী তারকা হিসেবে জিতে নেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এরপর বেশ কিছু ব্যবসাসফল ছবিতে দেখা যায় মাহিমাকে।

তার পরও ২০০৪ সালে বিয়ে করার বলিউডে অনিয়মিত হয়ে পড়েন এই নায়িকা। কাজ কমিয়ে দেন অনেক। ফলে তাকে নিয়ে নেই তেমন কোনো আলোচনা। তবে ফের আলোচনায় মাহিমা। কারণ, বর্তমানে তিনি স্তন ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসাও চলছে। নেটমাধ্যমে এ খবর প্রকাশ করেছেন অভিনেতা অনুপম খের। নায়িকার সাহস আর লড়াকু মানসিকতার প্রশংসাও করলেন।

ক্যানসারের অসুস্থতা, দীর্ঘমেয়াদি চিকিৎসা অবশ্য এতটুকুও দমাতে পারেনি ‘পরদেশ’-এর নায়িকাকে। বরং যত তাড়াতাড়ি সম্ভব আবার ফিরতে চান লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা দুনিয়ায়। তার এই বাঁচার খিদে, লড়াইয়ের সাহস, ছন্দে ফেরার জেদ মুগ্ধ করেছে অনুপমকে। অভিনেত্রীর লড়াইয়ের কাহিনি নিজেই এক ভিডিওর মাধ্যমে পৌঁছে দিয়েছেন অনুরাগীদের কাছে।

ইনস্টাগ্রামে মাহিমার একটি ভিডিও পোস্ট করেছেন অনুপম লিখেছেন, ‘মাহিমা চৌধুরীর সাহস এবং ক্যানসারের কাহিনি: এক মাস আগে আমেরিকা থেকে ফোন করেছিলাম ওকে। আমার ৫২৫তম ছবি ‘দ্য সিগনেচার’-এ ওকে নিতে চেয়ে। তখনই জানলাম ও স্তন ক্যানসারে আক্রান্ত। কথায় কথায় টের পেলাম ওর মনের জোর সারা বিশ্বের অসংখ্য মহিলাকে আশার আলো দেখাতে পারে।

আরও লিখেন, ‘মাহিমা চেয়েছিল আমিই এই খবরটা সকলকে জানাই। মাহিমা, তুমিই আমার নায়ক। বন্ধুরা, সবাই ওকে ভালোবাসা, শুভেচ্ছা, সুস্থতা কামনায় ভরিয়ে দাও। ও ফিরে এসেছে সেটে, আবার কাজের জন্য তৈরি। প্রযোজক-পরিচালকেরা, আবার সময় এসেছে ওর দুর্দান্ত অভিনয়কে কাজে লাগানোর।’

 

ভিডিওতে মাহিমা নিজেই এসেছেন ক্যামেরার সামনে। কেমোথেরাপি পেরিয়ে মাথায় নতুন চুল গজাচ্ছে একটু একটু করে। অভিনেত্রী বলেন, ‘এক মাস আগে অনুপম যখন ফোন করেন, আমি তখন হাসপাতালে, চিকিৎসা চলছে। ইতিমধ্যে ওয়েব সিরিজ আর ছবির একাধিক প্রস্তাব এসেছে। কিন্তু হ্যাঁ বলতে পারিনি। কারণ মাথায় চুল ছিল না তখন।’

আবেগে ভেসে মাহিমা অনুপমকে এও জিজ্ঞাসা করেন, পরচুলা মাথায় দিয়ে তিনি ছবিতে অভিনয় করতে পারবেন কি না।। ভিডিও দেখে তাকে ভালোবাসায় ভরিয়ে দেন বলিউড তারকা ও অনুরাগীরা।

মাহিমার জীবনে লড়াই অবশ্য এই প্রথম নয়। ২০১৩ সালে স্বামী ববি কাপুরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর একাই মেয়ে আরিয়ানাকে বড় করে তুলেছেন তিনি। মেয়েকে ঠিকমতো সময় দিতে অভিনয়ও ছেড়ে দেন।

সংবাদমাধ্যমকে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে মাহিমা বলেছিলেন, ‘সাত বছরের বিয়ে ভাঙার পর মেয়েকে নিয়ে মা-বাবার কাছে ফিরে আসি। আমার মায়ের অসুস্থতা ধরা পড়ে তখন। বাবা সেই সময়ে থাকতেন দার্জিলিংয়ে। একে মেয়ে ছোট, তারপর মায়ের দেখভাল, সবটাই সামলাতে হতো। তখন আমার বোনও এক সন্তান নিয়ে একা। ফলে বাচ্চাদের দুজনে মিলেই বড় করেছি।

এদিকে, শরীরে ক্যানসারের উপসর্গ ছিল না মাহিমার। সাধারণ চেকআপের সূত্রে ধরা পড়ে তিনি এই মরণব্যাধিতে আক্রান্ত। ২০১৬ সালে শেষ বার ‘ডার্ক চকোলেট’ ছবিতে দেখা গিয়েছিল মাহিমাকে। ক্যানসারের সঙ্গে যুদ্ধ জিতে খুব শিগগির ফের বলিউডে ফিরতে চান অভিনেত্রী।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2022
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া