adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজের শেষ টেস্টে এগিয়ে পাকিস্তান

PKস্পাের্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়ের পথেই হাঁটছে পাকিস্তান। সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে স্বাগতিকদের ৩০৪ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। যার জবাবে ৭ রান তুলতেই ১ উইকেট হারিয়ে বসেছে উইন্ডজরা। ফলে জয়ের স্বাদ পেতে ম্যাচের শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ৯ উইকেট। আর স্বাগতিকরা পিছিয়ে আছে ২৯৭ রানে।
এর আগে ৫ উইকেট ২১৮ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৪৭ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। দলটির হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৯ রান করেন রোস্টন চেজ। পাকিস্তানের হয়ে বল হাতে সর্বোচ্চ ৫টি উইকেট নেন মোহাম্মদ আব্বাস।
১২৯ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার ৯০ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে টেল এন্ডারদের দাপটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। অষ্টম উইকেটে মোহাম্মদ আমির ও ইয়াসির শাহ ৮৪ রানে জুটি গড়লে ৮ উইকেটে ১৭৪ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ফলে দলটির লিড দাঁড়ায় ৩০৩ এ।
৩০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ রান তুলতেই ১ উইকেট হারায় ক্যারিবীয়রা। ফলে পঞ্চম দিনে জয়ের জন্য ২৯৭ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের আর ৯ উইকেট চাই পাকিস্তানের।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস: ৩৭৬
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১১৫ ওভারে ২৪৭ (ব্র্যাথওয়েট ২৯, পাওয়েল ৩১, হেটমায়ার ১৭, হোপ ২৯, চেইস ৬৯, ভিশাল ৮, ডারউইচ ২০, হোল্ডার ৩০*, বিশু ০, জোসেফ ০, গ্যাব্রিয়েল ০; আমির ১/৩২, আব্বাস ৫/৪৬, ইয়াসির ৩/১২৬, হাসান ০/২২, আজহার ১/১৫)
পাকিস্তান ২য় ইনিংস: ৫৭ ওভারে ১৭৪/৮ ইনিংস ঘোষণা (আজহার ৩, মাসুদ ২১, বাবর ০, ইউনুস ৩৫, মিসবাহ ২, শফিক ১৩, সরফরাজ ৪, আমির ২৭, ইয়াসির ৩৮*, হাসান ১৫*; গ্যাব্রিয়েল ২/২৪, জোসেফ ৩/৫৩, চেইস ১/৩১, হোল্ডার ০/৭, বিশু ২/৫৪)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৬.৩ ওভারে ৭/১ (ব্র্যাথওয়েট ৩*, পাওয়েল ৪; আমির ০/২, আব্বাস ০/৩, ইয়াসির ১/২)

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া