adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাতের টিফিন খেয়ে অর্ধশত শ্রমিক হাসপাতালে

ashulia-worker-sডেস্ক রিপোর্ট : সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় রাতের টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

১৮ এপ্রিল সোমবার রাত ৮টার দিকে আশুলিয়ার গণকবাড়ি এলাকার অলি নিট ওয়্যার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, প্রতিদিনের ন্যায় রাতে কারখানা কর্তৃপক্ষ রাতের টিফিন হিসেবে ডিম, রুটি ও কলা খেতে দেয়। ওই টিফিন খাওয়ার পরই বেশ কয়েকজন শ্রমিক বমি করতে শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ও অন্যান্য শ্রমিকরা অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে দ্রুত পল্লিবিদ্যুত এলাকার গণি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।

গণি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিতসক আসাদুজ্জামান দুলাল জানান, ফুড পয়জনিংয়ের কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান শ্রমিক অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া