adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কানেকটিকাটে বসন্ত উৎসব ২২ মার্চ

image_67508_0ম্যানচেস্টার: বাংলাদেশের ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে ‘সঙ্গীত একাডেমি’র উদ্যোগে আগামী ২২ মার্চ ২০১৪ শনিবার কানেকটিকাটে মহাসমারোহে অনুষ্ঠিত হবে ‘বসন্ত উৎসব’।    

‘ফুল না ফুটলেও আজ বসন্ত’ এই শ্লোগানে  আগামী ২২ মার্চ শনিবার বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ম্যানচেষ্টারের সেন্ট মেরি চার্চের মিলনায়তনে দেশীয় আমেজে অনুষ্ঠিতব্য বসন্ত উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেল মনিরুল ইসলাম। অনুষ্ঠানে থাকবে আলোচনা, আড্ডা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি মোবাইল কনসুলার সার্ভিসের মাধ্যমে পাসপোর্ট নবায়ন, নো ভিসা সিল ও পাওয়ার অব অ্যাটর্নিসহ যাবতীয় কনসুলেট সেবারও ব্যবস্থা থাকছে।

ঋতুরাজ বসন্তের সাথে পরিচিতির পাশাপাশি গ্রাম বাংলার সংস্কৃতি প্রবাসে বেড়ে উঠা নুতন প্রজন্মের শিশু-কিশোরদের মাঝে তুলে ধরার লক্ষ্যে বসন্ত উৎসবে আরো থাকবে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহারি পিঠা, দেশী খাবার, কাপড় ও জুয়েলারির দোকান। এছাড়াও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত একাডেমির  ছাত্র-ছাত্রীসহ স্থানীয় ও উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

প্রসঙ্গত, সঙ্গীত একাডেমি এর আগে পরপর দু’বছর কানেকটিকাটে সফলভাবে পিঠা উৎসব সম্পন্ন করেন। এবারে বসন্ত উৎসবে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণের জন্য সঙ্গীত একাডেমির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া