adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কমনওয়েলথ গেমসে বাংলাদেশ ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক : ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে গ্লাসগো কমনওয়েলথ গেমস শেষ করেছে বাংলাদেশ। ৩০ জন অ্যাথেলেটের এ সফরে একমাত্র অর্জন শুটিংয়ের একটি রুপা। আব্দুল্লাহ হেল বাকি জিতেছেন এই রুপা। তা না হলে বাংলাদেশকে ফিরতে হতো শূন্য হাতে।
এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪১টি পদক নিয়ে একক ভাবে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ইংলিশদের অর্জন ৪৮টি স্বর্ণ, ৫০টি রৌপ্য এবং ৪৩টি ব্রোঞ্জ।
তাদের পরে মোট ১২৪টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অসিরা ৪০টি করে স্বর্ণ ও রৌপ্য এবং ৪৪টি ব্রোঞ্জ অর্জন করেছে।
তৃতীয় অবস্থানে রয়েছে কানাডা। তাদের সংগ্রহ মোট ৭৫টি পদক। ৩০টি স্বর্ণের পাশাপাশি তারা ১৪টি রৌপ্য এবং ৩১টি ব্রোঞ্জ দখল করেছে।
চতুর্থ স্থানে রয়েছে স্বাগতিক স্কটল্যান্ড। তাদের সংগ্রহ মোট ৪৯টি পদক। তারা স্বর্ণ পেয়েছে ১৭টি, রৌপ্য পেয়েছে ১৪টি এবং ব্রোঞ্জ জিতেছে ১৮টি। আর ভারত ১৩টি স্বর্ণ, ২৩টি রৌপ্য এবং ১৬টি ব্রোঞ্জসহ মোট ৫২টি পদক নিয়ে রয়েছে টেবিলের পঞ্চম স্থানে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া