adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তেহরিক–ই–ইনসাফের নেতা ইমরান খান। শনিবার সকালে ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউজে ইমরান খানকে শপথ বাক্য পাঠ করান পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন।

অনুষ্ঠানসূচি অনুযায়ী অতিথি, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী নির্বাচিত ইমরান খান আসন গ্রহণের পর জাতীয় সঙ্গীতের বাজানোর মাধ্যমে শপথ পাঠ করানোর আয়োজন শুরু হয়। জাতীয় সঙ্গীত শেষে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপরই ইমরান খানকে শপথ পাঠ করান প্রেসিডেন্ট হোসেন।

এর আগে, শুক্রবার সরকারিভাবে ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছিল। ক্ষমতায় এসেই পাকিস্তানের নিম্নকক্ষের স্পিকার পদে ঘনিষ্ঠ বন্ধু ও তারই পার্টির নেতা আসাদ কাইজারকে বসিয়ে ছিলেন ইমরান খান। তার কাছে আবেদেন জানিয়েই প্রধানমন্ত্রী পদে স্বীকৃতি পান ইমরান।

প্রাথমিকভাবে ১২৫টি আসন পেয়েছিল ইমরানের দল তেহরিক–ই–ইনসাফ। পরে আরও ২৮জন সাংসদের সমর্থন পেয়ে ১৫৩–তে পৌঁছায় ইমরানের সাংসদের সংখ্যা। পাশাপাশি ইমরান পেয়েছেন বেশ কয়েকটি ছোট দলের সমর্থন। যার মধ্যে রয়েছে মুতাহিদা কুয়ামি মুভমেন্ট পার্টি (‌সাতটি আসন)‌, বালোচিস্তান আজাদি পার্টি (‌পাঁচটি আসন)‌, বালোচিস্তান ন্যাশনাল পার্টি (‌চারটি আসন)‌, পাকিস্তান মুসলিম লিগ (‌তিনটি আসন)‌, গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স (‌তিনটি আসন)‌, আওয়ামি মুসলিম লিগ এবং জামোরি বতন পার্টি (‌একটি করে আসন)।

এদের সকলের সহযোগিতায় ৩৫ আসনের ‘‌লিড’‌ নিয়ে প্রধানমন্ত্রিত্বের দাবিকে সুপ্রতিষ্ঠিত করেন ইমরান।‌

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া