adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৪০০ জনের মৃত্যু

400-deadpic_109842আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ভূমধ্যসাগরে চারটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মিশর থেকে ইতালি যাওয়ার পথে নৌকা চারটি ডুবে যায়। খবর দ্য ইন্ডিপেনডেন্ট।

খবরে বলা হয়, নিহতদের অধিকাংশই সোমালিয়া, ইথোপিয়া এবং ইরিত্রিয়ার নাগরিক। তারা অবৈধ পথে ইতালিতে পৌঁছার চেষ্টা করছিল। পাচারকারীদের সবচেয়ে বেশি ব্যবহৃত রুট হচ্ছে এটি। গত দশকের মধ্যে এটিই অভিবাসী নিহত হওয়ার সবচেয়ে বড় ঘটনা।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, চারটি নৌকায় প্রায় ৮০০ অভিবাসী ছিল। তাদের অধিকাংশ নৌকার ডেকের ভিতরে ছিল। অতিরিক্ত মানুষ থাকার কারণেই ৭০ ফুট লম্বা নৌকাগুলো সাগরে ডুবে যায়। বিবিসি আরবি সংস্করণে চারটি নৌকা ডুবির খবর প্রথম প্রকাশিত হয়।

ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাটারেলা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক দাতব্য চিকিৎসা সেবা সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ারস (এমএসএফ) আজ এক টুইট বার্তায় লিখেছে, ভূমধ্যসাগর এখন একটি গণকবর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া