adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিসির পদত্যাগ দাবিতে ফের উত্তাল মিশর

MISORআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবকে মিশরের দুটি কৌশলগত দ্বীপ দেয়ার ঘোষণায় স্বৈরশাসক আব্দেল ফাত্তাহ আল-সিসির পদত্যাগ দাবিতে শুক্রবার ব্যাপক বিক্ষোভ করেছে মিশরবাসী। গত দুই বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় বিক্ষোভ।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এসময় অন্তত ১০০ জনকে আটক করা হয়েছে।

গত সপ্তাহে লোহিত সাগরে মিশরের দখলে থাকা দুটি দ্বীপ সৌদি আরবকে হস্তান্তর কেন্দ্র করেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটি। ২৫ এপ্রিল ফের বিক্ষোভের ডাক দেয়া হয়েছে।

গত সপ্তাহে মিশর সফরে ছিলেন সৌদি আরবের বাদশাহ সালমান। এসময় মিশরের প্রেসিডেন্ট তার নির্বাহী ক্ষমতাবলে সৌদিকে লোহিত সাগরের দুটি দ্বীপ উপহার হিসেবে প্রদান করেন। ১৯৫০ সাল থেকে দ্বীপ দুটি মিশরের দখলে ছিল। মিশরের কর্মকর্তা জানিয়েছেন, তিরান ও সানাফারি দ্বীপ দুটি সৌদি জলসীমায় অবস্থিত হওয়ার কারণেই এগুলো হস্তান্তর করা হয়েছে।

রাজধানী কায়রোতে সিসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ করে কয়েক হাজার লোক। এসময় তারা ‘ সিসি পদত্যাগ কর’ এবং ‘আমরাই আমাদের জমির মালিক’ বলে শ্লোগান দেয়। মোহাম্মদ হুসেইন নামে এক প্রকৌশলী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমি বিক্ষোভ মিছিলে এসেছি মিশরের পুরো পরিস্থিতির কারণে, কেবল দ্বীপের কারণে নয়।’

কায়রোর মতো আলেকজান্দ্রিয়ায়ও ব্যাপক বিক্ষোভ হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করত টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। কায়রো ও আলেকজান্দ্রিয়া থেকে অন্তত ১০০ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, তারা তাদের দীর্ঘদিনের মিত্র দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া