adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইনু বললেন- গণতন্ত্র থাকলেই জঙ্গিবাদের হুমকি কমে না

inuডেস্ক রিপোর্ট : কোনো দেশে গণতন্ত্র থাকলেই সেখানে জঙ্গিবাদের হুমকি নেই তা বলা যাবে না। শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে হওয়া হামলার উদাহরণ দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘ফ্রান্সে গণতন্ত্রের কমতি নেই। তারপরও উগ্রপন্থীরা সেখানে হামলা চালিয়েছে। জঙ্গিবাদীদের কোনো দেশ নেই। সারা বিশ্বের শান্তিকামী মানুষের শত্রু এরা।’
বাংলাদেশের জঙ্গি তৎপরতার বিষয়ে ইনু বলেন, ‘আগে জামায়াত জঙ্গি তৎপরতায় তাদের শক্তি দেখিয়েছে, এখন তারা দুর্বল হয়ে গেছে। কিন্তু বেগম খালেদা জিয়া বিএনপিকে পর্যায়ক্রমে সন্ত্রাসী দলে পরিণত করছেন।’
সোমবার সচিবালয়ে সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে করা এক সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও তাকে দেশে ফিরে আসার বিষয়ে বাধা দেওয়া হবে না জানিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘দেশের মানুষ দেশে আসাই ভাল। দেশে আসলেই বরং উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তার বিচার করা সহজ হয়।’
মওদুদের প্রস্তাবের জবাব –
গত সাত নভেম্বর বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য নতুন সংসদ নির্বাচন এবং সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যের দাবি জানিয়েছিলেন।
মওদুদের দেওয়া দুটি প্রস্তাবের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার সংবিধান এবং আইন অনুযায়ী জাতীয় সংসদ এবং স্থানীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠান করছে। মওদুদ সাহেবের গণতান্ত্রিক শক্তির ঐক্যের প্রস্তাব খুবই ভাল শোনা যায়। কিন্তু তারা এসব প্রস্তাবের মাধ্যমে যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে হালাল করতে চায়।’

জামায়াত নিয়ে বিএনপি-আ’লীগ-
জামায়াতকে নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ উভয়েই খেলছে বলে অভিযোগ রয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘জামায়াতের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে জামায়াত অপরাধী দল হিসেবে চিহ্নিত হয়েছে।’

অনলাইন গণমাধ্যম নিবন্ধন-
হঠাৎ করেই অনলাইন গণমাধ্যম নিবন্ধনে সরকারের সিদ্ধান্তে বিষয়ে হাসানুল হক ইনু জানান, অনলাইন গণমাধ্যমগুলোর মধ্যে যাতে শৃঙ্খলা ও পবিত্রতা থাকে সেজন্যই অনলাইন গণমাধ্যমের নিবন্ধ শুরু করা হয়েছে। কিছু দিনের মধ্যে এর নীতিমালা চূড়ান্ত হয়ে যাবে আশা করছি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া