adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অবিচল বাংলাদেশ: প্রধানমন্ত্রী

HASINA -1ডেস্ক রিপোর্ট : পূর্ব জেরুজালেমকে কেন্দ্র করে সম্ভাব্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ফিলিস্তিনি জনগণের পক্ষে বাংলাদেশের ‘দৃঢ় প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ‘প্যালেস্টাইনি জনগণের সঙ্গে সংহতির আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে এক বাণীতে বাংলাদেশের এই অবস্থান তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনি ভাই-বোনদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য সংগ্রামে বাংলাদেশ সরকার ও জনগণ অবিচলভাবে সংহতি জানিয়ে যাবে।

সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, বা বর্ণবাদের বিরুদ্ধে ন্যায্য সংগ্রামে বিশ্বজুড়ে নিপীড়িত মানুষকে সহায়তার বিষয়ে বাংলাদেশের সংবিধানের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ এই অবস্থানে রয়েছে বলে উল্লেখ করে শেখ হাসিনা।

তিনি বলেন, “দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ১৯৭১ সালের বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জনে যেসব মূল্যবোধ, মূলনীতি ও আদর্শ আমাদের অনুপ্রাণিত করেছে, ফিলিস্তিনের জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামে দৃঢ় সংহতি জানাতে সেগুলোই আমাদের পথ দেখায়।”

বেদখল ফিলিস্তিনি এলাকায় দখলদার বাহিনী যেভাবে বর্বরতা চালিয়ে যাচ্ছে এবং মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক মূলনীতির পদ্ধতিগত লঙ্ঘন করে যাচ্ছে তারও নিন্দা জানান তিনি।

“আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রস্তাবিত দুই রাষ্ট্র ব্যবস্থার রূপরেখার আওতায় শান্তি প্রক্রিয়া পুনঃস্থাপনের বাস্তব দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

“বাংলাদেশ মনে করে, সংশ্লিষ্ট ক্ষেত্রে জাতিসংঘ প্রস্তাব, রোডম্যাপ, আরব শান্তি পরিকল্পনা ও চতুর্পক্ষীয় (জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়া) সিদ্ধান্তগুলি বহুদিনের প্যালেস্টাইনি ইস্যুর দীর্ঘস্থায়ী সমাধানের পথ নির্দেশ করবে।”

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া