adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তাসকিন পরিবারের সঙ্গে মালদ্বীপে, এমাসেই চেন্নাই যেতে পারেন

Taskin-ahmed Maldivesজহির ভূইয়া ঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই মুহুর্তে সর্বোচ্চ গতি সীমায় বল করা পেস তারকা তাসকিন আহমেদ দলের বাইরে আছেন। টি২০ বিশ্বকাপ আসর ২০১৬-এর বাছাই পর্বের অংশ নেবার পর ১৪ মার্চ আইসিসি থেকে অবৈধ বোলিং এ্যাকশনের জন্য ভারতের চেন্নাইতে পরীক্ষা দিতে বলে। এরপর রিপোর্ট আসে কলকাতার ইডেনে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান টি২০ ম্যাচের দিন বিকেলে। সে রিপোর্টে বলা হয় তাসকিনের বোলিং এ্যাকশন অবৈধ। তাসকিনকে সাসপেন্ড করে আইসিসি। টি২০-র বাকী অংশে মুল পর্বে খেলা হয়নি তাসকিনের। দেশের দ্রুত গতির এই পেসার এখন মালদ্বীপে ছুটি কাটাছেন।

দেশে ফিরে কিছু দিন মন খারাপ ছিল। পরিবারের সঙ্গেই ছিলেন। এরপর ছুটি কাটাতে তাসকিন পর্যটন দেশ মালদ্বীপে আনন্দ ভ্রমনে চলে যান। সেখানে তাসকিনের সঙ্গী হলেন তার চাচাতো ভাই এবং পরিবারের সদস্যরা। নৌকা ভ্রমন থেকে শুরু করে মালদ্বীপের সুন্দর সুন্দও পর্যটন এলাকা ঘুরলেন তাসকিন আহমেদ। তবে নতুন করে বিসিবি আপিএলের কারনে তাসকিনকে আইসিসি আবারও পরীক্ষা দিতে সিদ্ধান্ত নিয়েছে টি২০ চলাকালেই। কিন্তু সেই পরীক্ষাটি কবে নাগাদ তা বিসিবি থেকে জানা যায়নি। এ মাসেই ভারতের চেন্নাইতে তাসকিন নতুন পরীক্ষা দিতে যাবার কথা রয়েছে বলে বিসিবির সূত্র থেকে জানা গেছে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া