adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যাত্রিদের বিনোদনে বিমানবালারা বিমানেই নাচলেন

BIMANআন্তর্জাতিক ডেস্ক : বছর দুয়েক আগে হোলির দিন মাঝ আকাশে বিমানের মধ্যে যাত্রীদের বিনোদনে নেচেছিলেন ভারতের স্বল্পবাজেটের বিমান সংস্থা স্পাইসজেটের বিমানবালারা। সেই বিমানবালাদের অবশ্য পরে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ভারতের বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ) তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল। খুব সামান্য হলেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সম্প্রতি জেটের একটি বিমানে মাঝ আকাশে বিমানবালাদের ঘোষণা করার মাইকে গান গেয়েছিলেন সোনু নিগম। সে ক্ষেত্রেও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল ডিজিসিএ।
 
সেই সব ঘটনা থেকে শিক্ষা নিয়েছে স্পাইসজেট। বুধবার হোলি উপলক্ষে দিল্লি-গোয়া বিমানে বিমানবালারা হোলির গানের সঙ্গে নাচলেন বটে, তবে তখন বিমান মাটিতেই দাঁড়িয়ে।
 
স্পাইসজেটের এক কর্মকর্তা এ দিন দিল্লি থেকে বলেন, ‘ডিজিসিএ-এর সেই ঘটনার কথা মনে আছে। এ বার ডিজিসিএ’র সঙ্গে এ নিয়ে আমাদের কথাও হয়েছে। বিমানে যাত্রীরা উঠে যাওয়ার পরে, বিমানটি দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিমানের ভিতরে বিমানবালারা নেচেছেন। তাতে আপত্তি করেনি ডিজিসিএ।’
 
ওই ফ্লাইটে যাত্রীদের কপালে চন্দনের টিকা পরিয়ে দোলের বিশেষ টুপি উপহার দেওয়া হয়েছে।
 
স্পাইসজেট জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার স্পাইসজেটের সমস্ত ফ্লাইটে যাত্রীদের হোলি  উপলক্ষে একটি করে স্টিকার উপহার দেওয়া হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া