adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্র্যাক এন্ড ফিল্ডে এসে গেলো খুদে উসাইন বোল্ট

স্পোর্টস ডেস্ক : তার বয়স মাত্র সাত। এই বয়সেই বোল্টের গতিতে ছুটতে চায় সে। এই অল্প বয়সেই তা অনেকটাই করে দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রুডলফ ব্লেজ ইংগ্রাম। পৃথিবীর সবচেয়ে দ্রুততম মানব উসাইন বোল্ট ১০০ মিটার দৌড় শেষ করতে যে সময় নিয়েছেন তার থেকে মাত্র ১ দশমিক ৫ সেকেন্ড কম সময় নিয়েছে খুদে ব্লেজ।

সম্প্রতি ইন্সটাগ্রামে দৌড়ের ভিডিও পোস্ট করেছে ব্লেজ। সেখানেই সাত বছর বয়সে দৌড়ের এক কৃতিত্ব উঠে এসেছে। ডেইলি মেইলের খবর।গত আগস্টে ১০০ মিটার দৌড়াতে ব্লেজের সময় লাগে ১৪ দশমিক ৫৯ সেকেন্ড। তবে সম্প্রতি একই দূরত্ব অতিক্রম করতে তার সময় লেগেছে ১৩ দশমিক ৪৮ সেকেন্ড। এছাড়া ৮ দশমিক ৬৯ সেকেন্ডে সে ৬০ মিটার দৌড় শেষ করে।

উসাইন বোল্ট ২০০৯ সালে বার্লিনে তার দৌড়ের ৯ দশমিক ৫৮ সেকেন্ডে সর্বোচ্চ গতির রেকর্ড গড়েন। সেসময় তার গতি দাঁড়ায় ঘন্টায় ৪৪ দশমিক ৭২ কিলোমিটার। তবে ব্লেজের পায়ের গতি মাপা সম্ভব না হওয়ায় জানা যায়নি তার আসল গতি। নাইকি ব্রান্ডের কমলা ও নীল রংয়ের কেটস পরে ট্রাকে ঝড় তুলে সাত বছরের ব্লেজ।ব্লেজ ট্রাকে পজিশন নেয়ার ধারাবাহিক ছবি পোস্ট করে লিখেছে, আমার বাবা আমাকে বলেছে শারীরিকভাবে জেতার আগে তুমি মনস্তাত্তিক ভাবে জয়ী হও। এরই মধ্যে ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ব্লেজ। তার ফলোয়ার সংখ্যা তিন লাখেরও বেশি।

ব্লেজের বাবাও তার ছেলের উন্নতিতে খুশি। তিনি জানিয়েছেন, আমার পুত্র সম্ভবত সাত বছর বয়সি বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন। সে তার পড়ালেখার পাশাপাশি অনুশীলনও নিয়মীত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ব্লেজের বাবা। সম্প্রতি পোস্ট করা তার রেজাল্ট কার্ড থেকে দেখা তার পড়ালেখাতেও সে সমান মেধাবী।

তিন বার অ্যামেচার অ্যাথলেটিক ইউনিয়ন বিজয়ী হয়েছে ব্লেজ। গত আগস্টে ফুটবল মাঠে তার দ্রুতগতি নজর কাড়ে সবার। তারপর থেকেই ক্রমেই জনপ্রিয় হচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এই শিশুটি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া