adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহিলা টি-২০ বিশ্বকাপ, আজ বাংলাদেশ-ভারত মুখোমুখি

women_world_t201457978603ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ভারত। নাগপুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
 
একই দিন শুরু হচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপও। বেঙ্গালুরুতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
 
মূল লড়াইয়ের আগে বাংলাদেশ ভারতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রথমটিতে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। আর আইরিশদের বিপক্ষে জয়টি মূল লড়াইয়ের আগে সালমা, জাহানারাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
 
বাংলাদেশ নারী দল সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারতের বিপক্ষেই, ৭টি। কিন্তু ৭ ম্যাচের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ।
 
টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও ভারত প্রথমবার মুখোমুখি হয়েছিল ২০১৩ সালের এপ্রিলে দ্বিপক্ষীয় সিরিজে। ভারতে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের কাছে ৩-০ ব্যবধানে হেরে গিয়েছিল সালমা খাতুনের দল।
 
এরপর ২০১৪ সালের মার্চে ঘরের মাঠেও তিন ম্যাচের সিরিজে ভারতের মেয়েদের কাছে ৩-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
 
একই মাসে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। সিলেটে বিশ্বকাপের ম্যাচটি ৭৯ রানে হেরে গিয়েছিল স্বাগতিকরা।
 
দুই বছর পর আবারও আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নতুন অধিনায়ক জাহানারা আলমের নেতৃত্বে এবার বাংলাদেশ ভিন্ন কিছু করতে পারে কি না, সেটাই এখন দেখার!  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া