adv
১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তুরস্কে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩৪

Ankara-EPA1আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বাণিজ্যিক এলাকা ও পরিবহন কেন্দ্রে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ৩৪ জন। একই ঘটনায় আরও ১২৫ জন আহত হয়েছেন। সাম্প্রতিক সময়ের মধ্যে রাজধানী আঙ্কারায় তৃতীয়বারের মতো বোমা হামলার ঘটনা ঘটল।
তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
তুরস্কের কিজিয়ালী জেলার গুভেন পার্কে আকস্মিক গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের এই ঘটনার পাশাপাশি ভস্মীভূত হয়েছে বেশকটি গণপরিবহন।
বিবিসির খবরে বলা হয়, বোমা বিস্ফোরণের শব্দ আঙ্কারা শহরের আশপাশ থেকেও শুনতে পাওয়া গেছে।
এই হামলার পর তুরস্কের রাষ্ট্রপতি রিচেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে তাদের লড়াই চলতেই থাকবে।

এরদোয়ান বলেন, ‘তুরস্কের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুদ্ধে পেরে উঠছে না সন্ত্রাসীরা। তাই তারা বেসামরিক লোকজনকে টার্গেট করছে এখন।’
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী মেহমেত মুয়েজ্জিনোংলু জানান, নিহতদের মধ্যে অন্তত দুইজন হামলাকারী দলের সদস্য।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এফকান এলা জানান, তদন্ত শেষে সোমবারে এই ঘটনার সঙ্গে জড়িত ও দায়ী ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হবে।
ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, বোমা হামলার পর টুইটার ও ফেসবুক বন্ধ করে দিয়েছে তুরস্ক সরকার।
বোমা হামলার ঘটনার জন্য কুর্দিশদের দায়ী করেছে সরকার। যদিও এখনও কেউ হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া