adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুর পীরেরবাগে বিপুল পরিমাণ বোমাসহ ২ শিবিরকর্মী গ্রেফতার

index_117812নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে অর্ধশতাধিক তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ২ জনকে  আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- আব্দুর রহিম ও শফিউদ্দিন আহমেদ। এরা, ঢাকা কলেজের শিক্ষার্থী বলে মিরপুর থানার ডিউটি অফিসার জানিয়েছেন।

পুলিশের দাবি মিরপুর থানাধীন ৮৫/৪ মধ্য পীরেরবাগে স্থানীয় জামায়াত নেতার বাড়িতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ি থেকে ৫৫টি হাত বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও ৪ শতাধিক বই উদ্ধার করা হয়। এসময় ওই বাড়ির একটি ফ্ল্যাট থেকে ২ জন শিবির কর্মীকে আটক করা হয়। তারা ঢাকা কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন পুলিশ।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত বাড়িতে অভিযান চালিয়ে বোমা, বোমার তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়। এখানো পীরেরবাগ এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া