adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খেলা হচ্ছে বলে কি করোনা ছেড়ে কথা বলবে? কটাক্ষের সুর ক্রিকেটার স্টেইনের গলায়

স্পোর্টস ডেস্ক : আইপিএল বাতিল হওয়ার পর সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা, সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। ব্যতিক্রমী নন ক্রিকেটার ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার এই স্পিড স্টার টুইটারে নিজের মতামত জানান।

যদিও একদা গুজরাত লায়ন্স, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে প্রতিনিধিত্ব করা প্রোটিয়া তারকার গলায় ধরা পড়ল কটাক্ষের সুর।

আইপিএলের নাম না করেও স্টেইনের দাবি, কোন টুর্নামেন্ট চলছে, তাতে করোনার কিছু যায়-আসে না। করোনার কোনও ফেবারিট নেই। ইঙ্গিতটা স্পষ্ট। বিসিসিআইয়ের দামি টুর্নামেন্ট বলে আইপিএলের বায়ো-বাবলে করোনা ঢুকবে না এমন কোনও কথা নেই। প্রভাবশালী টুর্নামেন্ট চলছে বলে করোনা ছেড়ে কথা বলবে, এমনটা ভাবা উচিত নয়।

স্টেইন আশা করছেন, যাঁরা আইপিএলে করোনা আক্রান্ত হয়েছেন, তাঁরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। সেই সঙ্গে টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় বাকিরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সেই প্রর্থনাও করেন প্রোটিয়া স্পিড স্টার।

স্টেনই টুইট করেন,কোভিড পরোয়া করে না। কোভিডের কোনও ফেবারিট নেই। যারা অসুস্থ হয়েছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আশা করি বাকিরা নিরাপদে বাড়ি ফিরবেন এবং সুস্থ থাকবেন। – হিন্দুস্তানটাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া