adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বনকর্মীদের সাহায্যে বৃক্ষ নিধন চলছে’

nALVbcZRmoc5ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের টেকনাফের শামলাপুর ও শীলখালী সমুদ্র সৈকতে প্রায় আড়াই কিলোমিটার ঝাউ বাগানের গাছ কেটে ফেলেছে একটি সংঘবদ্ধ চক্র। স্থানীয়দের অভিযোগ, বনকর্মীদের যোগসাজশে বৃক্ষ নিধন চলছে।

শুধু সৌন্দর্য নয়, প্রাকৃতিক দুর্যোগে উপকূল রক্ষায় ঢাল হিসেবে কাজ করে ঝাউগাছ। অথচ টেকনাফের শামলাপুর ও শীলখালী সমুদ্র সৈকতে প্রায় আড়াই কিলোমিটার ঝাউ বাগানে এক মাস ধরে চলছে গাছ নিধন। স্থানীয়দের ধারণা, এরই মধ্যে কাটা হয়েছে ৬০ হাজারের বেশি গাছ।

২০০৬-২০০৭ সালে বন বিভাগের অধীনে জাহাজপুরা থেকে শামলাপুর পর্যন্ত ১শ’ হেক্টর সৈকতের বালুচরে প্রায় পাঁচ লাখের মতো ঝাউগাছ লাগানো হয়। বর্তমানে এসব গাছের বয়স ৮ বছরের বেশি। স্থানীয়দের অভিযোগ, গাছ কাটার পেছনে একটি প্রভাবশালী গোষ্ঠীর জমি দখলের চক্রান্তও রয়েছে।

বন বিভাগ গাছ কাটার কথা স্বীকার করে বলছে, জনবল সংকটের কারণে ব্যবস্থা নেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কক্সবাজার উপকূলীয় বন বিভাগ কর্মকর্তা আবুল বাশার।

এর আগে ২০১১ সালে টেকনাফের খুরের মুখ এলাকায় ৩০ হাজারের বেশি  ঝাউগাছ কাটা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে প্রধানমন্ত্রীর নিদের্শে ৮৭ জনের নামে মামলা করেছিল বনবিভাগ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া