adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক নজরে নায়করাজ রাজ্জাক

Rবিনােদন ডেস্ক : ২১ জুলাই সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা গেছেন বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা রাজ্জাক। তার সম্পর্কে জানার আগ্রহের কমতি নেই ছোট-বড় সবার। তাই এক নজরে জেনে নেওয়া যাক নায়ক রাজ রাজ্জাককে।

নাম: আবদুর রাজ্জাক।

উপাধি: নায়করাজ।

জন্ম: ২৩ জানুয়ারি, ১৯৪২।

জন্মস্থান: নাকতলা, দক্ষিণ কলকাতা, পশ্চিমবঙ্গ  ভারত।

বাবা: আকবর হোসেন।

মা: নিসারুননেছা।

জাতীয়তা: বাংলাদেশি।

স্ত্রী: খাইরুন্নেছা (লক্ষ্মী বলে ডাকতেন রাজ্জাক)।

সন্তান: বাপ্পারাজ (রেজাউল করিম), নাসরিন পাশা শম্পা, রওশন হোসেন বাপ্পি, আফরিন আলম ময়না, খালিদ হোসেইন সম্রাট।

পেশা: অভিনেতা, প্রযোজক, পরিচালক।

অভিনয়ের শুরু: কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়াকালীন স্বরসতী পূজায় মঞ্চ নাটকে।

সিনেমায় প্রবেশ: কলেজ জীবনে ‘রতন লাল বাঙালি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এ ছাড়া কলকাতায় ‘পঙ্কতিলক’ ও ‘শিলালিপি’ নামে আরও দুটি সিনেমায় অভিনয় করেন।

বাংলাদেশে আগমন: ১৯৬৪ সালে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গার সময়।

ঢালিউডে নায়ক হিসেবে প্রথম চলচ্চিত্র: জহির রায়হানের বেহুলা।

প্রথম নায়িকা: সুচন্দা।

জুটি হিসেবে জনপ্রিয় নায়িকা: শাবানা ও কবরী

নায়ক হিসেবে শেষ ছবি: ১৯৯০ সাল পর্যন্ত নায়ক হিসেবে অভিনয় করেছেন। শেষ ছবি মালামতি।

চরিত্রাভিনেতা হিসেবে অভিনয়: ১৯৯৫ সাল থেকে।

উল্লেখযোগ্য চলচ্চিত্র: এতটুকু আশা, নীল আকাশের নিচে, জীবন থেকে নেয়া, নাচের পুতুল, পিচঢালা পথ, আবির্ভাব, দ্বীপ নেভে নাই, টাকা আনা পাই, রংবাজ, আলোর মিছিল, অশিক্ষিত, ছুটির ঘণ্টা, চন্দ্রনাথ, শুভদা, রাজলক্ষ্মী শ্রীকান্ত, বড় ভালো লোক ছিল, বাবা কেন চাকর।

পুরস্কার ও সম্মাননা: ১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সাথেই ঢালিউডে সেরা নায়ক হয়ে অভিনয় করেন রাজ্জাক। এর মধ্য দিয়েই তিনি অর্জন করেন নায়করাজ রাজ্জাক খেতাব। অর্জন করেন একাধিক সম্মাননা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিক বার শ্রেষ্ঠ অভিনেতা, বাচচাস পুরস্কারের ভূষিত হয়েছেন নায়করাজ। এছাড়াও, রাজ্জাক জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া