adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জার্মানির বিরুদ্ধে এক গােলে জিতলাে ব্রাজিল

স্পাের্টস ডেস্ক : প্রায় চার বছরের ব্যবধানে বন্ধুত্বের ম্যাচে মুখোমুখি হয়ে মধুর প্রতিশোধ নিল ব্রাজিল৷ ১-০ ব্যবধানে জার্মানিকে হারাল তারা৷ ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে শেষবারের জন্য মুখোমুখি হয়েছিল ফুটবলের এই দুই হেভিওয়েট দল৷

কাকতালীয়ভাবে সেই ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন বিশ্বের সবচেয়ে দামী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার৷ এবারেও হাঁটুর চোটে মাঠের বাইরে ছিলেন তিনি৷ সেবার জার্মানির কাছে সাত গোলে বিধ্বস্ত হলেও এবার নেইমারকে ছাড়াই পুরানো ক্ষতে প্রলেপ লাগাতে সমর্থ হল ব্রাজিল৷ ১-০ গোল জার্মানিকে হারাল তারা৷

জার্মনির অলিম্পিয়াস্টেডিয়নে ফুটবল যুদ্ধে নেমে প্রথম থেকেই ৭-১ হার মুছে ফেলতে মরিয়া ছিল তিতের দল৷ খেলা শুরুর ১১ মিনিটে দারুন সুযোগও তৈরি হয় ব্রাজিলের জন্য৷ বল নিয়ে বিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়েন ফিলিপ কৌতিনহো৷ কিন্তু এরপরই সুযোগ হাতছাড়া করে তিনি গোলশট না নিয়ে বল পাস দেন পাওনিলহোর দিকে৷ এরপর কিছুক্ষন মনোমুগ্ধকর ফুটবল খেলে দু’দলই৷ তবে অনেক্ষন পর্যন্ত গোল আসেনি কোন শিবিরেই৷

৩৭ মিনিটে উনিলিয়ানের ক্রশকে হেডে করে জার্মানির জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস৷ ১-০ গোল স্কোর এগিয়ে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল৷ দ্বিতীয়ার্ধে প্রচুর চেষ্টা করেও গোলে সমতা ফেরাতে পারেনি জার্মানি৷ শেষের কিছুটা সময় দারুন পাসিং ফুটবল উপহার দেয় ব্রাজিল৷ তবে বারবার সুযোগ পেয়েও গোলসংখ্যা বাড়াতে পারেনি ব্রাজিল৷

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই জয়ের ফলে জার্মানির টানা ২২ ম্যাচের বিজয় রথের চাকা থেমে গেল৷ অপরদিকে এই নিয়ে টানা তিন ম্যাচে অপরাজিত থাকল তিতের দল৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া