adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এসএ গেমসে বাংলাদেশের মাবিয়ার স্বর্ণ জয়

MABIA-ক্রীড়া প্রতিবেদক : চলতি এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন মাবিয়া আক্তার। নারীদের ভারোত্তোলনের ৬৩ কেজি ইভেন্টে এই কৃতিত্ব দেখান মাবিয়া।
আজ ছিল তৃতীয় দিন। সকালে রুপা জেতেন ফুলপাতি চাকমা। নারী ভারোত্তোলনে ৫৮ কেজি ইভেন্টে রুপা জয়লাভ তিনি।
গতকাল ৪৮ কেজি ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন মোল্লা সাবিরা।
দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) এবারের আসরে গতকাল সেরা সাফল্য রূপার পদক এসেছিল কুস্তিতে। সাঁতারুরা ব্রোঞ্জ পেয়ে সন্তষ্টু থাকেন।
গতশনিবার পুরুষ বিভাগের ২০০ মিটার ফ্রি স্টাইল, ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক থেকে ব্রোঞ্জ পায় বাংলাদেশ। এছাড়া ১০০ মিটার ফ্রিস্টাইলের রিলে থেকে ব্রোঞ্জ আসে।

দ্বিতীয় দিন শেষে সব মিলিয়ে বাংলাদেশ একটি রূপা ও আটটি ব্রোঞ্জ পায়।

একটি সোনা, ছয়টি রূপা আর ১৮টি ব্রোঞ্জ-এসএ গেমসের আগের ১১ আসরের ভারোত্তোলন থেকে বাংলাদেশের অর্জন। সোনার পদকটি গত আসরে নিজেদের মাটিতে ৭৭ কেজি ওজন শ্রেণিতে জিতেছিলেন হামিদুল ইসলাম।

মাবিয়া আক্তার নেপালে অনুষ্ঠিত সাফের আসরে ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক পেয়েছিলেন। এছাড়া ২০১৩ সালে মালয়েশিয়ায় কমনওয়েলথ ভারোত্তোলনে জুনিয়র বিভাগে রুপা ও ইয়ুথ বিভাগে ব্রোঞ্জ, ২০১৪ সালে থাইল্যান্ডের কিং কাপে ব্রোঞ্জ, উজবেকিস্তানে অনুষ্ঠিত আফ্রো-এশিয়া চ্যাম্পিয়ানশিপে রুপা এবং কাতারে ১৭তম এশিয়ান ইয়ুথ ভালোত্তোলন চ্যাম্পিয়নশিপে আল সাদ স্পোর্টস ক্লাবে ৬৩ কেজি ওজন শ্রেণিতে ১৫৮ কেজি তুলে ব্রোঞ্জপদক লাভ করেন।

২০১৪ সালের জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় তিনটি জাতীয় রেকর্ডও গড়েছিলেন এই নারী ক্রীড়াবিদ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া