adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেরা ছবি ৫১ লাখ – সেরা মহিলা পরিচালক ২১ লাখ

51 pictureবিনোদন ডেস্ক : কলকাতা চলচ্চিত্র উৎসব পাচ্ছে নয়া মাত্রা৷ গতবছর থেকেই চালু হয়েছিল মহিলা চলচ্চিত্র পরিচালকদের প্রতিযোগিতা ৷ ছিল পুরস্কারের অর্থমূল্যও৷ এবার তা হচ্ছে নজরকাড়াও৷ এ বছর পাল্টাচ্ছে চলচ্চিত্র উতসবের সময়সূচিও৷ ১০-১৭ নভেম্বরের পরিবর্তে এবারের উৎসব হবে ১৪-২১ নভেম্বর৷

শহরের সিনেপ্রেমীদের মহোৎসব এই চলচ্চিত্র উৎসব৷আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব প্রতিবারই ১০-১৭ নভেম্বর হয়৷তবে এবার ১০ নভেম্বর কালীপুজো৷ তাই পরিবর্তন উতসবের সূচিতে৷ ১৪-২১নভেস্বর হবে এবারের উতসব৷

তবে এবারের উৎসবের সবথেকে বড় চমক প্রতিযোগিতা বিভাগের অর্থমূল্যে৷ চলচ্চিত্র উৎসবের বাজেট এবার প্রায় ১২ কোটি টাকা৷ তার মধ্যে ৫১ লক্ষ টাকাই খরচ করা হবে  মহিলা পরিচালকদের প্রতিযোগিতায়।

গতবছর থেকে চালু হয়েছে, মহিলা পরিচালকদের আন্তর্জাতিক প্রতিযোগিতা৷ ছিল অর্থমূল্যও৷ তবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উৎসবের তুল্যমূল্য করে তুলতে অর্থের পরিমাণ হচ্ছে তাক লাগানো৷ মহিলা পরিচালকদের ছবির  বিভাগে সেরা ছবির পুরস্কার ধার্য হয়েছে প্রায়  ৫১ লক্ষ টাকা ৷  অন্যদিকে সেরা মহিলা পরিচালক পাবেন ২১ লক্ষ টাকা৷

২০১৪ সালের সেপ্টেম্বরের পর তৈরি হওয়া কমপক্ষে ১ ঘণ্টা সময়সীমার ছবির ক্ষেত্রেই হবে এই প্রতিযোগিতা৷ ছবি বিচারের জন্য তৈরি হবে জুরি বোর্ড৷বোর্ডের বেশীরভাগ জুরিই হবেন বিদেশী৷ এছাড়াও এশিয়ান বিভাগেও(নেটপ্যাক) হবে সেরা ছবির প্রতিযোগিতা৷
যদিও উতসব কর্তৃপক্ষ এখনই এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে চাননি৷ তবু মুখ্যমন্ত্রীর পছন্দের এই চলচ্চিত্র উৎসবকে এবার ঢেলে সাজানোরই পরিকল্পনা নেওয়া হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া