adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে একদিনে করােনাভাইরাসে আরাে ৩১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৩

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাস শনাক্তের দৈনিক হার পাঁচের নিচে রইল। গত এক দিনে ১ হাজার ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে, যাতে শনাক্তের হার ৪.৫৪ শতাংশ। এ নিয়ে টানা চার দিন শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে। গতকাল ছিল ৪.৬১ শতাংশ, ২২ সেপ্টেম্বর ৪.৭৯ শতাংশ ও ২১ সেপ্টেম্বর ছিল ৪.৬৯ শতাংশ।

এছাড়া এক দিনের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু কিছুটা বেড়েছে। গত এক দিনে করোনায় মৃত্যু হয়েছে ৩১জনের।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ২৭ হাজার ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ১ হাজার ২৩৩ জন। এ নিয়ে মোট শনাক্ত ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন।

এদিকে গত এক দিনে নতুন যে ৩১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ১৩ জন নারী। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ২৭ হাজার ৩৬৮ জনের।

এছাড়া গত এক দিনে নতুন সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৩ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৯ হাজার ২০২ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল।

তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। ২১ সেপ্টেম্বর থেকে শনাক্তের হার আবারও পাঁচ শতাংশের নিচে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দৈনিক শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা যাবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া