adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ সঞ্জিতের বিরুদ্ধে

sanjit_ক্রীড়া প্রতিবেদক : যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের জয়। দলে বইছে আনন্দের হাওয়া। কিন্তু সেই আনন্দের মাঝে হঠাৎ বিষাদের সুর। ওই ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়েছে জুনিয়র টাইগার দলের অফ স্পিনার সঞ্জিত সাহার বোলিং অ্যাকশন।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যুব বিশ্বকাপের উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে সঞ্জিতের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছে আম্পায়ারদের। ম্যাচ শেষে আনুষ্ঠানিক অভিযোগও এনেছেন তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ১৮ বছর বয়সী সঞ্জিত।
নিয়ম অনুযায়ী, ১৪ দিনের মধ্যে আইসিসি স্বীকৃত কোনও ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে সঞ্জিতকে। সেটির ফল না আসা পর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি। আগামী রবিবার কক্সবাজারে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া