adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভয়-ভীতি সত্ত্বেও মাঠে থাকবে বিএনপি: ফখরুল

fokrul_96367ডেস্ক রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  অভিযোগ করে বলেছেন, আসন্ন পৌরসভাগুলোতে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে। নির্বাচনে জয়ী হতে সরকারের আসল রুপ বেরিয়ে এসেছে। প্রার্থীদের ভয়-ভীতি দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সোমবার দুপুরে কৃষকদলের ৩৫তম প্রতিষ্ঠাতা বার্ষিকীর আলোচনা সভায় তিনি অভিযোগ করেন।

আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সহ-সভাপতি এম এ তাহের, নাজিম উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম প্রমুখ।

 

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে নির্বাচনে আমরা এসেছি। এবং নির্বাচনের ফলাফল পর্যন্ত আমরা মাঠে থাকব।’

ভয়-ভীতি উপেক্ষা করে দলের নেতাকর্মীসহ সকলের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার দূরভিসন্ধি করে দলীয় প্রতীকে পৌর নির্বাচন দিয়েছে। ক্ষমতাসীনরা ভেবেছিল বিএনপি নির্বাচনে আসবে না। তারা এককভাবে নির্বাচন করে জনপ্রিয়তা প্রমাণ করতে চেয়েছিল।’

তিনি আরো বলেন, ‘আমরা এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। সরকারের ফাঁদে পা দেইনি। আমরা দেখাতে চাই বাংলাদেশের মানুষ ধানের শীষের সাথে আছে। আওয়ামী লীগকে বর্জন করেছে।’

গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘পৌর নির্বাচন উপলক্ষে ইসির অনুমতি নিয়ে আমরা বিজ্ঞাপন তৈরি করেছিলাম। কিন্তু সরকারের খবরদারিতে কোনো মিডিয়া সেটি প্রচার করতে সাহস পায়নি। আমাদের সভা-সমাবেশ করতে দেওয়া হয় না। এখন বলা হচ্ছে সভা করতে হলে পুলিশের অনুমতি লাগবে। এই হল বর্তমান গণতন্ত্র।’

পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ৬ হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া