adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজেদের গড়া সর্বোচ্চ স্কোর টপকে যাওয়া হল না জিম্বাবুয়ে

Zimbabwe Logoখুলনা স্টেডিয়াম থেকে জহির ভূইয়া 
টি২০ ম্যাচে জিম্বাবুয়ে নিজেদের গড়া সর্বোচ্চ স্কোর টপকে যাওয়া হল না খুলনার উইকেটে। ২০১৩ সালের ১১ মে ৫ উইকেটে বুলাওয়ে-তে ১৬৮ রানের স্কোরটা আজও বাংলাদেশের বিপক্ষে সেরা স্কোর জিম্বাবুয়ের। সেটা আজ খুলনার উইকেটে টপকে যাবার মোক্ষম সুযোগ হাতছাড়া করেছে জিম্বাবুয়ে। ৪ ম্যাচের টি২০ সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমান করে ৭ উইকেটে ১৬৩ রান স্কোর বোর্ডে জমা করে।
ওপেনিং জুটিতে সিবান্দা আর মাসাকাদজার ১০১ রানের জুটিই মুলত অতিথি দলের স্কোরকে ১৬৩ মতো বড় লেভেলে নিয়ে যেতে পথ তৈরি করে দেয়। ৪৬ রান করে ওপেনার সিবান্দা সাকিবের বলে তামিমের হাতে ক্যাচ তুলে বিদায় নিলেন। ওয়ান ডাউনে নামা ম্যালকম ১৪ রান করে দলের ১২৭ রানের মাথায় সাব্বির রহমানের থ্রো-তে রান আউট হলেন। কিন্তু অপর প্রান্তে অটল ছিলেন মাসাকাদজা। ৫৩ বলে ৯ বাউন্ডারি আর ২ ছক্কার মার দিয়ে ৭৯ রান করে রান আউট হলের মাসাকাদজা। দলীয় স্কোর তখন ১৭.৪ ওভারে ১৫০ রান ৩ উইকেট। শেষ দিকে আর বেশি দূর যাওয়া হয়নি জিম্বাবুয়ের। তবে মাসাকাদজা ক্রিজে থাকলে টি২০ ম্যাচে মাশরাফিতের বিপক্ষে ১৬৮ রানের সর্বোচ্চ দলীয় স্কোরটা হয়তো নতুন করেই লিখতে বাধ্য করতেন।
নিজেদের গড়া সর্বোচ্চ স্কোর টপকে যাওয়া হল না জিম্বাবুয়ে
খুলনা স্টেডিয়াম থেকে জহির ভূইয়া 
টি২০ ম্যাচে জিম্বাবুয়ে নিজেদের গড়া সর্বোচ্চ স্কোর টপকে যাওয়া হল না খুলনার উইকেটে। ২০১৩ সালের ১১ মে ৫ উইকেটে বুলাওয়ে-তে ১৬৮ রানের স্কোরটা আজও বাংলাদেশের বিপক্ষে সেরা স্কোর জিম্বাবুয়ের। সেটা আজ খুলনার উইকেটে টপকে যাবার মোক্ষম সুযোগ হাতছাড়া করেছে জিম্বাবুয়ে। ৪ ম্যাচের টি২০ সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমান করে ৭ উইকেটে ১৬৩ রান স্কোর বোর্ডে জমা করে।
ওপেনিং জুটিতে সিবান্দা আর মাসাকাদজার ১০১ রানের জুটিই মুলত অতিথি দলের স্কোরকে ১৬৩ মতো বড় লেভেলে নিয়ে যেতে পথ তৈরি করে দেয়। ৪৬ রান করে ওপেনার সিবান্দা সাকিবের বলে তামিমের হাতে ক্যাচ তুলে বিদায় নিলেন। ওয়ান ডাউনে নামা ম্যালকম ১৪ রান করে দলের ১২৭ রানের মাথায় সাব্বির রহমানের থ্রো-তে রান আউট হলেন। কিন্তু অপর প্রান্তে অটল ছিলেন মাসাকাদজা। ৫৩ বলে ৯ বাউন্ডারি আর ২ ছক্কার মার দিয়ে ৭৯ রান করে রান আউট হলের মাসাকাদজা। দলীয় স্কোর তখন ১৭.৪ ওভারে ১৫০ রান ৩ উইকেট। শেষ দিকে আর বেশি দূর যাওয়া হয়নি জিম্বাবুয়ের। তবে মাসাকাদজা ক্রিজে থাকলে টি২০ ম্যাচে মাশরাফিতের বিপক্ষে ১৬৮ রানের সর্বোচ্চ দলীয় স্কোরটা হয়তো নতুন করেই লিখতে বাধ্য করতেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া