adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাতৃগর্ভে ইয়ারফোনে গান শুনবে শিশু!

1451757432ডেস্ক রিপোর্ট : মাতৃগর্ভে ইয়ারফোনে গান শুনবে শিশু! তবে কীভাবে? তা জানতে চাইলে প্রতিবেদনটি পড়তে হবে। গর্ভবতী মহিলাদের জন্য একটি বিশেষ ধরনের ইয়ারফোন বানিয়েছেন বার্সেলোনার ইনস্টিটিউট মার্কেজের একদল গবেষক। নাম দেয়া হয়েছে বেবিপড। এর সৌজন্যেই মা তার নিজের বাচ্চাকে পছন্দসই সঙ্গীত, কবিতা কিংবা স্রেফ তার নিজের গলার স্বর অনায়াসে শোনাতে পারেন। এই হেডফোন আইফোনের সঙ্গে অ্যাটাচ করে গর্ভবতী মহিলারা মিউজিকাল ট্যাম্পন করতে পারেন। এর সঙ্গে দু'টি ইয়ারফোনও থাকছে। যাতে আপনি এবং আপনার বাচ্চা একসঙ্গে একই গান গুনগুণ করতে পারেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। বেশকিছু রিসার্চে প্রকাশিত হয়েছে, গর্ভাবস্থায় বাচ্চাদের মস্তিষ্কের বিকাশে বিশেষ সাহায্য করে সঙ্গীত। একে অনেকে মিউজিক থেরাপিও বলছেন। গবেষকরা জানাচ্ছেন, বাচ্চার বয়স যখন ১৬ সপ্তাহে পৌঁছায়, তখনই তার শ্রবণেন্দ্রীয় পুরোপুরি বিকশিত হয়ে যায়। ফলে আপনি কি বলছেন, কোন গান শুনছেন, কোন পরিবেশে বাস করছেন, তার সবই আপনার বাচ্চার কানে পৌঁছায়। গবেষকদের মতে, যেসব বাচ্চা জন্মের আগে থেকে ভালো গান বা রাগসঙ্গীত শোনানো হয়, তাদের মস্তিষ্কের বিকাশ অন্যান্য বাচ্চাদের তুলনায় বেশি হয়। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া