adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কবি সুমন অনিরুদ্ধের কবিতা

10173689_10152526838902735_9014181547108941946_nপ্রাণহীন

– সুমন অনিরুদ্ধ

এখনও আধাঁর নেমে আসে.—–
নিঃস্পন্দিত শবে;
নিশ্চিত পারাপারে,
দুরাশার মেঘ স্মৃতি হয়ে ভাসে।

খণ্ড কথকতা,
অকারণ হেসে ওঠা;
বুকের গভীরে সোনার কৌটায়,
সঞ্চিত গোপন কষ্ট কিছু,
অকথিত আল্পনায়,
রয়ে যায় অনুক্ষণ।

চিরচেনা পথ,
ক্রমশ অস্পষ্ট হয়,
স্পর্শহীন——
কোন এক জীর্ণ অবকাশে।
ভেসে চলা স্রোতে তাই,
নীল কন্ঠীর বেদনা।

বহুদিন অব্যবহৃত,
নিঃস্পন্দিত মানবিক শব,
তবু পৃথিবীর প'র জেগে রয়,
ক্লান্তিহীন স্পন্দনের অপেক্ষায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া