adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বছরের শুরুতে বার্সেলোনার হোঁচট

Barca+1স্পোর্টস ডেস্ক : বছরের শুরুটা আর জয় দিয়ে শুরু করতে পারল না বার্সেলোনা। নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওল গোলশূন্য ম্যাচে রুখে দিয়েছে লুইস এনরিকের দলকে।
শনিবার রাতে এসপানিওলের মাঠে ভাগ্যও সহায় ছিল না বার্সেলোনার। মেসি আর সুয়ারেসের গোলের প্রচেষ্টা বাধা পায় গোলপোস্টে।
 
১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে বার্সেলোনা। তবে পরের ম্যাচে আতলেতিকো মাদ্রিদ জিতলে শীর্ষস্থান হারাবে বর্তমান চ্যাম্পিয়নরা।
 
লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসের অদম্য বার্সেলোনার বিপক্ষে শুরু থেকেই লড়ে এসপানিওল।
 
বার্সেলোনা গোলের প্রথম ভালো সুযোগটা পায় ৩৬তম মিনিটে। বিপজ্জনক জায়গা থেকে মেসি ফ্রি-কিক নিয়েছিলেন। গোলরক্ষক বুঝতেই পারেননি। কিন্তু বাঁকানো শটে বল লাগল ক্রসবারের ডান প্রান্তে।
 
বিরতির ঠিক আগে মেসি ডি-বক্সে ইনিয়েস্তাকে বল বাড়িয়েছিলেন। তবে শট নেওয়ার সুযোগ পাননি বার্সেলোনার এই প্লেমেকার।
 
দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম সুযোগটা পেয়েছিল অতিথিরা। বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়ে শট নিতে পারেননি সুয়ারেস। বল পেয়ে নেইমারের নেওয়া শট প্রতিহত হয় রক্ষণে। একটু পরে ডি-বক্সের ভেতরে মেসির শট প্রতিহত হয়।
 
৫২তম মিনিটে ভালো একটা সুযোগ আসে এসপানিওলেরও। তবে হেরনান পেরেসের শট একটুর জন্য গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। 
 
তিন মিনিট পর ম্যাচে গোলের সবচেয়ে ভালো সুযোগটা হারায় বার্সেলোনা। গোলরক্ষককে পেছনে ফেলার পর খুব কাছ থেকে নেওয়া সুয়ারেসের শট লাগে কাছের পোস্টে।
মেসিও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ডি-বক্সের প্রান্ত থেকে তার নেওয়া শটে বল যায় সোজা গোলরক্ষকের কাছে। 
 
৭৬তম মিনিটে জরদি আলবার ক্রসে ডি-বক্সে নেইমারের দর্শনীয় বাই-সাইকেল কিক গোলরক্ষকের ঠেকাতে তেমন সমস্যা হয়নি।
 
আর ম্যাচের শেষ দিকে মেসির ফ্রি-কিক লক্ষ্যে না থাকায় সাফল্য দিয়ে নতুন বছর শুরু করা হয়নি লুইস এনরিকের দলের। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া