adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পাইলট হত্যার ভয়াবহ জবাব দেবে জর্দান’

fe690eefc5ae66152a240b21b2cb91e1_XLআন্তর্জাতিক ডেস্ক : জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, তার দেশের একজন পাইলটকে হত্যার জন্য তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে ভয়াবহ প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেছেন, পাইলট মোয়াজ আল-কাসাসবেহকে হত্যার বিরুদ্ধে সন্ত্রাসীদের ওপর তার সরকার ও সামরিক বাহিনীর জবাব হবে ভয়াবহ। তিনি বলেন, আমাদের প্রিয় সন্তান শহীদ মোয়াজের রক্ত বৃথা যেতে পারে না। আমেরিকা সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে রাজা আবদুল্লাহ এসব কথা বলেছেন।
আইএসআইএল সন্ত্রাসীরা জর্দানের আটক পাইলটকে পুড়িয়ে মারার পর আম্মান সরকারও পাল্টা ব্যবস্থা হিসেবে দুই সন্ত্রাসীকে ফাঁসি দিয়েছে। তবে, আইএসআইএল’র বর্বতার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়ে আম্মান সরকার জনগণের পক্ষ থেকে ব্যাপক চাপের মুখে রয়েছে।
আইএসআইএল’র এসব বর্বরতার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়। অন্যদিকে, কাতার-ভিত্তিক মিশরের মুফতি ইউসুফ আল-কারযাভি বলেছেন, আইএসআইএল যেসব অপরাধ করে চলেছে তা ইসলামি শরীয়াহর সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া