adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডারবান টেস্টে চালকের আসনে ইংল্যান্ড

                         ইংল্যান্ড: ৩০৩ ও ১৭২/৩ (৬৪.০)
                         দ.আফ্রিকা: ২১৪

sa_vs_en_bg_170378837স্পোর্টস ডেস্ক : ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির তৃতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ১৭২ রান করেছে দলটি। আর এরই মধ্যে ২৬১ রানের লিড পেয়েছে ইংলিশরা।

ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারনি। প্রথম ইনিংসের মতো দুই ওপেনার অ্যালিস্টার কুকু ও অ্যালেক্স হেলস এদিনও ছিলেন ব্যর্থ। তবে নিক কম্পটনের ৪৯ রানের পর জো রুট ও জেসম টেইলরের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভালো ভাবেই দিনটি শেষ করে সফরকারীরা।

রুট ৬০ ও টেইলর ২৪ রানে অপরাজিত রয়েছেন। প্রোটিয়া বোলারদের মধ্যে দুটি উইকেট নেন স্পিনার ডিন পিডিট। আর মরনে মরকেল পেয়েছেন একট উইকেট।

এর আগে চার উইকেট হারিয়ে ১৩৭ করা দ.আফ্রিকা তৃতীয় দিন আরও ৭৭ রান যোগ করতেই সবকটি উইকেট খোয়ায়। ৬৭ রানে অপরাজিত থাকা ডিন এলগার তৃতীয় দিন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পান। ১১৮ রানে তিনি অপরাজিত থাকেন। ২১৪ রানে থামে তাদের ইনিংস 

ইংলিশ বোলারদের মধ্যে স্টুয়ার্ট ব্রড ও মইন আলী চারটি করে উইকেট নেন। আর বাকি দুটি উইকেট দখল করেন স্টিভেন ফিন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া