adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ বিজিবি দিবস – উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী

2015_08_26_23_34_05_op2fVsoTB5Nm8dmCCd47DetHoSHC5I_originalডেস্ক রিপোর্ট : অনাঢ়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রোববার (২০ ডিসেম্বর) পালিত হবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস। এবার দিবসটিতে বিজিবি সদস্যদের জন্য থাকছে চমক। বাহিনীটির সদস্যদের জন্য বহুল প্রতীক্ষিত ‘সীমান্ত ব্যাংক’র লোগো নির্বাচন করা হবে। 

পিলখানায় বিজিবি দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাংকের লোগো নির্বাচন ও উদ্বোধন করবেন। এর পাশাপাশি সীমান্ত ব্যাংকের ‘লেটার অব ইনটেন্ট’ (ব্যাংক পরিচালনার জন্য ইচ্ছাপত্র) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের কাছে তুলে দেবেন।

২০১০ সালের ২০ ডিসেম্বর জাতীয় সংসদে বর্ডার গার্ড  (বিজিবি) আইন পাস হওয়ার পর এই দিনটি বিজিবি দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। পঞ্চমবারের মতো বিজিবি দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন।

বিজিবি সদর দপ্তরে সকাল সাড়ে ৭টায় মহাপরিচালকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু হবে। একই সময়ে দেশের সকল সেক্টর ও ব্যাটালিয়নে জাতীয় পতাকা ও বিজিবির পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় পিলখানায় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সাহসিকতার জন্য ৬০ জনকে বিজিবি পদক প্রদান করবেন। পরে চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও ও খাগড়াছড়ির জালিয়া পাড়ায় ৫০ শয্যা বিশিষ্ট তিনটি হাসপাতালের কার্যক্রম উদ্বোধনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বীর উত্তম খন্দকার ফজলুর রহমান মিলনায়তনে দরবার বৈঠক করবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া