adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহরুখের চোখে জল

ডিসকভারি চ্যানেলের নতুন ডকুমেন্টারি ছবিতে ক্রিকেট টিম কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের দীর্ঘ সফরনামা দেখে ভারাক্রান্ত শাহরুখ খান। কিছুটা আবেগপ্রবণও। আর হবে নাই বা কেন! ২০০৮-এর আইপিএল নিলামে অনেক সাধ করে কলকাতা নাইট রাইডার্স দল কেনার পর টানা চারবছর ধরে শুধুই ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে।

বহুবার আশা জাগিয়েও শেষপর্যন্ত পরাজয়ের গ্লানি স্বীকার করতে হয়েছিল অধোবদনে। বিষিয়ে গিয়েছিল প্রিয় বন্ধু এবং কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর একদা হার্দিক সম্পর্কের রসায়নও৷ বহু কাঠখড় পুড়িয়ে শেষপর্যন্ত ২০১২-য় নতুন কোচ-ক্যাপ্টেন নিয়ে আইপিএল ট্রফি জয়ের বৈতরণী পার করলেন কেকেআর-এর মনোজ-নারিনরা৷ পূর্ণ হল ব্যর্থতা-পরিশ্রম-জেদ-সাফল্য-জয়ের বৃত্ত।

সম্প্রতি ডিসকভারি চ্যানেলের উদ্যোগে কেকেআর-এর এই সফর নিয়ে তৈরি করা হয়েছে একটি ডকুমেণ্টারি, যাতে ধারাভাষ্য দেওয়ার কথা খোদ কিং খানেরই। কিন্ত্ত তার আগে সেই ছবিরই  ফুটেজ দেখে আর চোখের জল ধরে রাখতে পারেননি বাদশা খান

এ প্রসঙ্গে শাহরুখ বলেছেন , "অনেকটা পথ পেরিয়ে এসেছি আমরা। অনেককিছু শিখেওছি৷ সবাইকে ধন্যবাদ৷ দিনের শেষে জেতাটা জরুরি৷ কিন্তু হেরে গেলেও কোনোদিন দলের কারো ওপর রাগ বা বিদ্বেষ দেখাইনি। কারণ, ইচ্ছে করে তো কেউ হারে না৷ তবে কেকেআরকে আরও শক্তিশালী করতে চাই আমি

ডিসকভারি চ্যানেলে ‘লিভিং উইথ কেকেআর' নামের এই ডকুমেন্টারি দেখানো হবে ২৪-২৭ ফেব্রূয়ারি। নিজের ছবিতে হারতে হারতে জিততে শেখার মন্ত্র শিখিয়েছিলেন বাজিগরই। তাঁর ছবির এই জনপ্রিয় সংলাপই এখন কেকেআরের মূলমন্ত্র। সূত্র : সংবাদ প্রতিদিন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া